‘তাকে আমি অবিশ্বাস্য রকম ভালোবাসি’ বলার পরের বছরই ছাড়াছাড়ি

নব্বইয়ের দশকে আলোচনায় ছিল হলিউডের দুই নায়ক–নায়িকার প্রেম। তাঁদের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ ছিল যে নায়কের কাছে ভালোবাসা জীবনের অপর নাম হয়ে দাঁড়ায়! অভিনেতা ম্যাট ডিলনের কাছে তখন ক্যামেরন ডিয়াজ হয়ে দাঁড়ায় ‘অবিশ্বাস্য রকম ভালোবাসা’র অপর নাম। সেই ভালোবাসার সম্পর্কে এক বছর পরেই হঠাৎ করে চিড় ধরে। ডিলনের জন্মদিনে দেখে নিতে পারেন সেই সম্পর্কের শুরু–শেষ।
শুটিংয়ে গিয়ে প্রথম তাঁদের পরিচয়। দুজনই আলাদা আলাদা শুটিংয়ে গিয়েছিলেন। ১৯৯৫ সালে পরিচয় হলেও দুজন দুজনকে পছন্দ করে ফেলেন—সে কথা গণমাধ্যমের কেউ জানত না
ছবি: আইএমডিবি
এই জুটি ১৯৯৬ সালে প্রথম ডেটিংয়ে যান। তাঁদের একসঙ্গে দেখে গুঞ্জন তৈরি হয়। একসময় তাঁরা স্বীকার করে নেন প্রেম করছেন। ক্যামেরন ডিয়াজের প্রেমিককে নিয়ে মন্তব্য ছিল, ‘ম্যাট একজন বুদ্ধিমান, কবি, সত্যিকারের মানুষ। সিনেমা বাছাইয়ে তার রুচি অসাধারণ। সে নিজেও অসাধারণ।’
ডেটিংয়ের পরের বছর, ১৯৯৭ সালে ম্যাট ‘চার্লিস অ্যাঞ্জেলস’ তারকা ক্যামেরন ডিয়াজকে নিয়ে গণমাধ্যমে বলেন, ‘তাকে আমি অবিশ্বাস্য রকম ভালোবাসি।’ পরে তারা ‘দেয়ার ইজ সামথিং অ্যাবাউট ম্যারি’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়
কিন্তু এই দুই তারকার ভালোবাসার সম্পর্ক খুব বেশি দিন স্থায়ী হয়নি। ১৯৯৮ সালেই তাঁদের বিচ্ছেদ হয়। কেন বিচ্ছেদ হয়েছিল, সেটা নিয়ে অনেক পরে মুখ খুলেছিলেন। ম্যাট বলেছিলেন, ‘সে (ডিয়াজ) লস অ্যাঞ্জেলসে থাকে। আমি পরে নিউইয়র্কে থাকতে শুরু করি। আমি তার কাছে একেবারেই স্থায়ী হতে চাইনি। হয়তো এমন কারণ।’ এর বেশি কিছু গণমাধ্যমে জানাননি
ম্যাটের কাছে তাঁর প্রেমিকা ছিলেন জাদুর মতো। এটা তিনি পরবর্তী সময়েও বলেছিলেন। বিচ্ছেদ নিয়ে তাঁরা আলোচনায় আসারও চেষ্টা করেননি। ম্যাট ডিলনের জন্ম ১৯৬৪ সালে ১৮ ফেব্রুয়ারি