ডেমি লোভাটো বিয়ে করলেন

দীর্ঘদিনের প্রেমিক কানাডিয়ান সংগীতশিল্পী জর্ডন লুটসকে বিয়ে করেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ডেমি লোভাটো। মার্কিন সাময়িকী ভোগ অবলম্বনে বিয়ে নিয়ে থাকল আরও তথ্য।

গত রোববার কালিফোর্নিয়ায় বিয়ে সেরেছেন এই জুটি। স্থানীয় সময় বিকেল চারটায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে
এক্স থেকে
ভোগ ম্যাগাজিন জানিয়েছে, বিয়েতে ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের নকশা করা পোশাক পরেছিলেন ডেমি লোভাটো। তিনি বলেন, ‘আমি ভিভিয়েন ওয়েস্টউডের ডিজাইনের ভক্ত।’
২০২২ সালের জানুয়ারিতে ডেমি ডেমি লোভাটোর ‘হলি ফাক’ অ্যালবামে কাজ করেছেন লুটস। অ্যালবামের বেশ কয়েকটি গানও লিখেছিলেন লুটস
পরে দুজনের সস্পর্কটা প্রেমে গড়ায়। দুই বছর প্রেমের পর ২০২৩ সালের ডিসেম্বরে আংটিবদল করেছেন তাঁরা