১২ জন প্রকাশক ফিরিয়ে দেওয়ার পর অবশেষে সাফল্যের মুখ দেখেছিল ‘হ্যারি পটার’। সেই হ্যারি পটার থেকেই নির্মিত হয় জনপ্রিয় সিনেমা। প্রথম সিনেমার স্বত্ব কত টাকায় বিক্রি করেছিলেন বিশ্বখ্যাত লেখিকা জে কে রাওলিং? আজ ৩১ জুলাই তাঁর জন্মদিন। জেনে নিতে পারেন তাঁর সম্পর্কে জানা অজানা কথা।