আইএমডিবিতে দর্শকদের পছন্দের শীর্ষ সিনেমা-সিরিজ

পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। ভক্তদের পছন্দের সেই তালিকার শীর্ষ সিনেমাগুলো দেখে নিতে পারেন।
মুক্তির পরে ২ নম্বরে থাকলেও এখন শীর্ষে রয়েছে ভ্যাম্পায়ারদের নিয়ে হরর ও রহস্যজনক ঘরানার সিনেমা ‘নসফেরাতু’। সিনেমাটির রেটিং ৭.৬। এটি নিয়েই দর্শকদের আগ্রহ বেশি।
ছবি: আইএমডিবি
সিনেমাটির রেটিং ৮। ৬ লাখের বেশি ভক্তের দেওয়া এই রেটিং। আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’-এর পরবর্তী সিকুয়েলের কথা বলছি। এটি আলোচনায় শীর্ষে রয়েছে।
একসময়ের জনপ্রিয় শিল্পী। যার বয়স বেড়ে যাওয়ায় হঠাৎ করেই ক্যারিয়ার বাধার মুখে পড়ে। কিন্তু সে এখনো হারতে চায় না। সাইকোলজিক্যাল এই হরর নিয়ে সিনেমা ‘দ্য সাবস্ট্যান্স।’ সিনেমাটির রেটিং ১০-এ ৭.৪।
‘উইকেড’ নামের ফ্যান্টাসি ও মিউজিক্যাল এই সিনেমা দর্শকেরা পছন্দের ৪ নম্বর তালিকায় রেখেছেন। সিনেমাটির রেটিং ৭.৮। হঠাৎ করেই জন্মের পর দেখা যায় মেয়ের গায়ের রং নীল। সে সবার থেকে আলাদা। লোকগল্প নিয়েই এগিয়েছে সিনেমাটি।
মিনি সিরিজ আমেরিকান প্রাইমিভাল ৯ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। রেটিং ৮.২। ওয়েস্টার্ন থ্রিলার গল্পটি দেখার জন্য ৬০ হাজারের বেশি ভক্ত ওয়াচ লিস্টে রেখেছে।