বছরের শুরুতে সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয় তারকা, প্রিয় নির্মাতার কোন কোন সিনেমা মুক্তি পাবে। কোলাজ
বছরের শুরুতে সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয় তারকা, প্রিয় নির্মাতার কোন কোন সিনেমা মুক্তি পাবে। কোলাজ

হলিউডের সেসব ছবির দিকে চোখ থাকবে

বছরের শুরুতে সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয় তারকা, প্রিয় নির্মাতার কোন কোন সিনেমা মুক্তি পাবে। মুক্তির পর অনেক সিনেমাই হতাশ করে, তবে বছরের শুরুতে বহুল প্রতীক্ষিত সিনেমার খবর নিতে দোষ কী!

হলিউডের প্রতীক্ষিত ১০
‘উলফ ম্যান’, ১৭ জানুয়ারি
১৯৪১ সালের ‘দ্য উলফ ম্যান’-এর রিবুট। বহুল চর্চিত সিনেমার চিত্রনাট্যকারের নির্মিত সিনেমা। ক্রিস্টোফার অ্যাবোট, জুলিয়া গার্নার অভিনীত হরর ছবিটি দেখতে মুখিয়ে আছেন সমালোচকেরা।

‘মিকি ১৭’–এর দৃশ্য। আইএমডিবি

‘মিকি ১৭’, ৭ মার্চ
অস্কারজয়ী ‘প্যারাসাইট’ নির্মাতা বং জুন-হো সায়েন্স ফিকশন থ্রিলার বানাচ্ছেন, এমন খবরেই নড়েচড়ে বসেন সিনেমাপ্রেমীরা। ছবির নায়ক আবার রবার্ট প্যাটিনসন! ফলে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ থাকা স্বাভাবিক।

‘স্নো হোয়াইট’, ১৭ মার্চ
ডিজনির ক্ল্যাসিকের চলচ্চিত্র রূপায়ন। মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমাটি বানিয়েছে মার্ক ওয়েব। এতে পর্দায় দেখা যাবে র‍্যাচেল জেগলার ও গাল গ্যাদতকে।

‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’–এর দৃশ্য। আইএমডিবি

‘থান্ডারবোল্টস*’, ২ মে
মার্ভেল কমিকসের সুপারহিরো ছবিটি বানিয়েছেন জেক শায়ার। মনে করা হচ্ছে, ছবিটি দিয়ে আবার কক্ষপথে ফিরবে সুপারহিরো সিনেমা। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ, সেবাস্তিয়ান স্ট্যান।

‘মিশন: ইমপসিবল-দ্য ফাইনাল রেকনিং’, ২১ মে
২০২৫ সালের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা বললেও ভুল হয় না। ইথান হান্ট চরিত্রে আবারও টম ক্রুজ। অনেকেই মনে করছেন, এটি দিয়েই শেষ হবে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি।

‘ব্যালেরিনা’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘ব্যালেরিনা’, ৬ জুন
‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির ভক্তরা ‘ব্যালেরিনা’ নামটির সঙ্গে ভালোই পরিচিত। ‘জন উইক’-এর বাইরে তাঁকে নিয়ে এবার আলাদা স্পিন-অফ সিনেমা হয়েছে। যে চরিত্রে অভিনয় করেছেন আনা ডে আরমাস। ছবিটি বানিয়েছেন লেন ওয়াইজম্যান।

‘সুপারম্যান’, ১১ জুলাই
সিনেমা মুক্তির আগেই রীতিমতো তারকা বনে গেছেন ডেভিড করেনসুইট। কারণ, আর কিছুই নয়, জেমস গানের সিনেমায় ‘সুপারম্যান’ হয়েছেন ৩১ বছর বয়সী এই অভিনেতা।

পল টমাস অ্যান্ডারসনের নাম ঠিক না হওয়া সিনেমা, ৮ আগস্ট
পল টমাস অ্যান্ডারসনের সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও, আর কী চাই! তবে কী নিয়ে সিনেমা, সেটা এখনো পর্দার আড়ালেই রেখেছেন নির্মাতা। তাই ছবিটি নিয়ে কৌতূহল আরও বেশি।

‘মাইকেল’, ১৩ অক্টোবর
বহুল প্রতীক্ষিত এই সিনেমায় প্রয়াত পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জাফর জ্যাকসন। ছবির নির্মাতা অ্যান্টন ফুকুয়া।

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’, ১৯ ডিসেম্বর
জেমস ক্যামেরনের এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরাবরই অ্যাভাটারের নতুন কিস্তিতে প্রযুক্তির ব্যবহার আর নির্মাণ দিয়ে চমকে দেন ক্যামেরন। ছবিতে দেখা যাবে স্যাম ওয়ার্থিংটন, জোয়ি সালদানা, কেট উইন্সলেটসহ বড় তারকাদের।