Thank you for trying Sticky AMP!!

অস্কারে চড়–কাণ্ডের পর এই প্রথম পুরস্কারের মঞ্চে উইল স্মিথ

অস্কারের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন অভিনেতা উইল স্মিথ

স্ত্রীকে নিয়ে রসিকতা করার কারণে গত বছর অস্কারের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেছিলেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। এ ঘটনার পর কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আর দেখা যায়নি এই অভিনেতাকে।

তবে গতকাল বুধবার আফ্রিকান আমেরিকান ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডের মঞ্চে ফিরে আসেন এই অভিনেতা। আমেরিকান ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশনের বিশেষ সম্মাননা পুরস্কার বেকন অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই অভিনেতাকে। ২০২২ সালের অস্কারের থাপ্পড়–কাণ্ডের পর এই প্রথম উইল স্মিথ কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে কথা বলেন।

এ মঞ্চেই স্মিথের অভিনীত সিনেমা ‘এমানসিপেশন’ নিয়ে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত পুরো ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সিনেমা ছিল এটি।’
তাঁদের গল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এ মঞ্চে তিনি এএএফসিএর সহপ্রতিষ্ঠাতা গিল ও এএএফসিএকে ধন্যবাদ জানান। একই সঙ্গে এ সিনেমার বাজেটের জন্য অ্যাপলকেও ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ‘এ সিনেমায় বাজেটের একটা ব্যাপার ছিল। তবে এ সিনেমার ব্যয়ের চেয়ে গল্পটি বেশি গুরুত্বপূর্ণ।’

অস্কার মঞ্চে উইল স্মিথ

সিনেমাটি নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে এ সিনেমায় অভিনয় করা উইল স্মিথের সহতারকা বিংওয়া জানান, একটি দৃশ্য চিত্রগ্রহণের জন্য সবাইকে উইল স্মিথ এক হাজার ডলার দিয়েছিলেন। উইল স্মিথ তাঁদের বলেছিলেন, ‘আপনারা দুর্দান্ত কাজ করেছেন। আমি জানি এগুলো সত্যিই কঠিন।’

Also Read: অস্কারে ‘চড়’ ঠেকাতে ব্যবস্থা নিচ্ছেন আয়োজকেরা

আফ্রিকান আমেরিকান ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন এ বছর তাদের ২০তম বার্ষিকী উদ্‌যাপন করেছে। এবার ‘দ্য ওম্যান কিং’, ‘দ্য ইন্সপেকশন’, ‘ন্যানি’ ও ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এর মতো চলচ্চিত্রকে সম্মানিত করা হয়।

Also Read: অস্কারে চড়-কাণ্ড নিয়ে মুখ খুললেন ক্রিস