ঘোষিত হলো ৭৮তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটার চূড়ান্ত মনোনয়ন। কোলাজ
ঘোষিত হলো ৭৮তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটার চূড়ান্ত মনোনয়ন। কোলাজ

বাফটাতেও পায়েল, সর্বোচ্চ মনোনয়ন পেল কোন সিনেমা

ঘোষিত হলো ৭৮তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস বা বাফটার চূড়ান্ত মনোনয়ন। আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় বাফটার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি এ মনোনয়ন ঘোষণা করা হয়।

‘কনক্লেভ’–এর দৃশ্য। আইএমডিবি

গত বছরের ২৯ নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পায় পিটার স্ট্রহেনের রাজনৈতিক থ্রিলার সিনেমা ‘কনক্লেভ’। ২০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি ৭৬ দশমিক ৪ মিলিয়ন ডলার ব্যবসা করে। চলতি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোব পুরস্কারে এ ছবির জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন পিটার স্ট্রহেন। এবার বাফটায় সর্বোচ্চ ১২টি মনোনয়ন পেয়েছে ছবিটি। সেরা নির্মাতা, সেরা অভিনেতা রেফ ফাইঞ্জসহ (‘কনক্লেভ’) গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে মনোনয়ন পেয়েছে ছবিটি।

মেক্সিকোর কুখ্যাত এক মাদকসম্রাট ফন্দি করে, অস্ত্রোপচার করে নারীতে রূপান্তরিত হবে। এমন গল্প নিয়ে ফরাসি নির্মাতা জ্যাক অঁদিয়ার বানিয়েছেন ‘এমিলিয়া পেরেজ’।

‘এমিলিয়া পেরেজ’–এর দৃশ্য। ছবি: আইএমডিবি

শুরুতে তত আলোচনা না হলেও গত বছর কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর থেকেই ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয়। পরে গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ চার পুরস্কার জিতেছে ‘এমিলিয়া পেরেজ’। বাফটায় দ্বিতীয় সর্বোচ্চ ১১ মনোনয়ন পেয়েছে সিনেমাটি।

আরেকটি আলোচিত সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’ মনোনয়ন পেয়েছে ৯টি বিভাগে। হাঙ্গেরির গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক তরুণ স্থপতির গল্প নিয়ে সিনেমা ‘দ্য ব্রুটালিস্ট’। ব্র্যাডি করবেটের ব্যাপক প্রশংসিত ছবিটি গোল্ডেন গ্লোবে জিতেছিল তিন গুরুত্বপূর্ণ পুরস্কার।

‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমার দৃশ্য

গোল্ডেন গ্লোবের পর বাফটাতেও জায়গা করে নিয়েছে পায়েল কাপাডিয়ার বহুল আলোচিত সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। আগামী ১৬ ফেব্রুয়ারি লন্ডনে অনুষ্ঠিত হবে বাফটার এবারের আসর।

একনজরে ৭৮তম বাফটা পুরস্কারের গুরুত্বপূর্ণ বিভাগের চূড়ান্ত মনোনয়ন
সেরা সিনেমা
‘আনোরা’
‘দ্য ব্রুটালিস্ট’
‘আ কমপ্লিট আননোন’
‘কনক্লেভ’
‘এমিলিয়া পেরেজ’

সেরা অভিনেত্রী
সিনথিয়া আরিভো, ‘উইকেড’
ক্লারা সোফিয়া গাসকোন, ‘এমিলিয়া পেরেজ’
মাইকি ম্যাডিসন, ‘আনোরা’
ডেমি মুর, ‘দ্য সাবস্ট্যান্স’
সার্শা রোনান, ‘দ্য আউটরান’
ম্যারিয়ান জঁ-বাতিস্তা, ‘হার্ড ট্রুথস’

সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি, ‘দ্য ব্রুটালিস্ট’
টিমোথি শ্যালামে, ‘আ কমপ্লিট আননোন’
কোলম্যান ডোমিঙ্গো, ‘সিং সিং’
হিউ গ্রান্ট, ‘হেকটিক’
সেবাস্তিয়ান স্ট্যান, ‘দ্য অ্যাপ্রেনটিস’
রেফ ফাইঞ্জ, ‘কনক্লেভ’

সেরা অ-ইংরেজিভাষী সিনেমা
‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’
‘এমিলিয়া পেরেজ’
‘আই অ্যাম স্টিল হেয়ার’
‘নিক্যাপ’
‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’

সেরা তথ্যচিত্র
‘ব্ল্যাক বক্স ডায়েরিজ’
‘ডটার্স’
‘নো আদার ল্যান্ড’
‘সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি’
‘উইল অ্যান্ড হারপার’