Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রের দুই ব্যাংক বন্ধে হলিউড অভিনেত্রী শ্যারন স্টোনের বড় ক্ষতি

শ্যারন স্টোন

গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রে ছিল ওমেনস ক্যানসার রিসার্চ ফান্ডের তহবিল সংগ্রহের অনুষ্ঠান। যেখানে কথা বলার সময় ব্যাংকিং খাত নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রী শ্যারন স্টোন। অশ্রুসিক্ত চোখে এই অভিনেত্রী জানান, তিনি তাঁর সঞ্চয়ের অর্ধেকটা খুইয়েছেন। খবর পেজ সিক্সের
অনুষ্ঠানে কথা বলতে গিয়ে শ্যারন স্টোন বলেন, ‘আমি প্রযুক্তিগতভাবে একটা গর্দভ, চেকও লিখতে পারি না। এখন তো এটা বড় সাহসের ব্যাপার, আমি জানি কী হচ্ছে। ব্যাংকিংয়ের এসব ঘটনায় আমি নিজের সঞ্চয়ের অর্ধেক হারিয়েছি।’

কীভাবে নিজের সঞ্চয়ের অর্ধেকটা খুইয়েছেন শ্যারন স্টোন অবশ্য তা জানাননি। তাঁর এই আবেগঘন বক্তব্য জানা গেল, তিন দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই ব্যাংক বন্ধ হওয়ার পরপরই।

ব্যক্তিগতভাবে সময়টা ভালো যাচ্ছে না শ্যারন স্টোনের। হৃদ্‌রোগে গত মাসেই তাঁর ভাইকে হারিয়েছেন। তারপরও তিনি ক্যানসারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

Also Read: বেচারা শ্যারন স্টোন

প্রসঙ্গটি উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ভাই মারা গেছেন, এর অর্থ এই না যে আমি এখানে আসবে না। তবে আমার জন্য তো বটেই, কারও জন্যই সময়টা ভালো যাচ্ছে না।’

মার্চের ১০ থেকে ১২ তারিখে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালি ব্যাংক বা এসভি ব্যাংক এবং তারপর নিউইয়র্কের সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে যায়। যদিও এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাঁর দেশের আর্থিক খাত সম্পূর্ণ সুরক্ষিত।