দীপা খন্দকার। ফেসবুক থেকে
দীপা খন্দকার। ফেসবুক থেকে

‘উত্তর দিতে পারিনি বলে ক্ষমা চাই’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময় সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, দীপা খন্দকার, আরমান আলিফদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
তৌসিফ মাহবুব তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘জীবনে হেরে যাওয়া বলে কিছু নেই! হয়তো জেতার আনন্দ পাবে, অথবা নতুন কিছু শিখবে।’ এটা তাঁর সম্প্রতি আলোচিত ‘ফার্স্ট লাভ’ নাটকের সংলাপ। নাটকটি একদিনে ১২ লাখ দর্শক দেখেছেন।
গতকাল ছিল অভিনেত্রী দীপা খন্দকারের জন্মদিন। তিনি ভক্ত ও সহকর্মীদের শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘হাজারো না পাওয়ার মাঝে অঝোর ধারায় বৃষ্টির মতো শুভেচ্ছাবার্তা, আপনাদের ভালোবাসা আমাকে নতুন করে ভাবতে শেখায়। বাঁচতে শেখায়। সবার বার্তার, উত্তর দিতে পারিনি বলে ক্ষমা চাই। আমি কৃতজ্ঞ আল্লাহ আমাকে আপনাদের ভালোবাসা পাওয়ার সুযোগ করে দিয়েছেন।’
হঠাৎ করেই মেকআপ রুমে দেখা হয়ে গেল অভিনেতা ফারুক আহমেদ ও গায়িকা বিউটির। ফারুক আহমেদেকে এই সময় একটি গান শোনান বিউটি। সেটি ফেসবুক পোস্ট করে ফারুক আহমেদ লিখেছেন, ‘বিউটি, বাংলাদেশের একজন ভালো, মেধাবী সংগীতশিল্পী। তাঁর সঙ্গে দেখা একটি চ্যানেলের মেকআপ রুমে। কথা হলো। সে আমাকে বলল, ফারুক ভাই আপনাকে খালি গলায় একটি গান শোনাই। আমি অবাক হয়ে বললাম শোনাও।’
মায়ের সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন গায়িকা পড়শী। একসঙ্গে সেই ছবি পোস্ট করে পড়শী লিখেছেন, ‘আম্মুর সঙ্গে।’ সেখানে এক ভক্ত মন্তব্য করেছেন, আপনার চেয়েও আন্টি অনেক সুন্দর। সেই প্রশ্নে পড়শী লিখেছেন, ‘হ্যাঁ।’
‘অপরাধী’ গানের গায়ক আরমান আলিফ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘চোখ বন্ধ করে আমার মুখ কল্পনা করার চেষ্টা করবা, যেদিন দেখবেন আর কল্পনা করতে পারছেন না—সেদিন তোমার মুক্তি।’