
ঢাকা ডকল্যাবের উদ্যোগে হয়ে গেল ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পার্সপেকটিভ ফান্ডের সহায়তায় সফলভাবে শেষ হয়েছে এ আয়োজন।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ডকল্যাবের ট্রাস্টি লুভা নাহিদ চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফরবস, শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মুস্তফা জামান এবং ঢাকা ডকল্যাবের পরিচালক তারেক আহমেদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচটি প্রকল্পের অংশগ্রহণকারীরা সফলভাবে তাঁদের গল্পগুলোর সামাজিক সম্ভাবনা, প্রভাব উপস্থাপন করেছেন। ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাব পিচিং ইভেন্টে প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল আন্ডা স্টোরি, পরিচালনা করেছেন শাকাওয়াত হোসেন; এমব্রেসিং ফাদারহুড, পরিচালনা করেছেন পার্থ সেনগুপ্ত; পানকৌড়ি, পরিচালনা করেছেন জাফর মুহাম্মদ; সং অব সানফ্লাওয়ার, পরিচালনা করেছেন আবিদ সরকার এবং দুপ্রোঝিরি, পরিচালনা করেছেন আসমা বীথি। পিচিং সেশনের মূল লক্ষ্য ছিল ডকুমেন্টারি গল্পের মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ তৈরি করা।
চলচ্চিত্র নির্মাতারা তাঁদের প্রকল্পগুলোকে উপস্থিত অতিথিদের সামনে উপস্থাপন করেছেন, যেখানে সরকারি ও বেসরকারি সংস্থা, এনজিও এবং চলচ্চিত্রশিল্পের পেশাজীবীরা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ব্র্যাক, ফ্রেন্ডশিপ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতো খ্যাতনামা এনজিও ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সামাজিক পরিবর্তনে সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন।
প্রতিটি উপস্থাপনার পর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত দর্শকেরা প্রতিক্রিয়া প্রদান করেছেন, প্রশ্ন করেছেন এবং সহযোগিতার সুযোগগুলো অনুসন্ধান করেছেন।
এদিনের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল প্রকল্প ‘সং অব সানফ্লাওয়ার’–এর প্রধান চরিত্র দৃষ্টিপ্রতিবন্ধী বাউল প্রভাত সরকার। তাঁর গানে মুগ্ধ হয়েছিলেন সমাগত ব্যক্তিরা। অনুষ্ঠানের সমাপনীতে ঢাকা ডকইমপ্যাক্ট ল্যাবের পরিচালক রাহী হাসান ডকইমপ্যাক্ট ল্যাবের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁর ভাবনা উপস্থাপন করেন।