আরএম, জিমিন, জাংকুকদের পথ ধরে এবার একক গানে নাম লেখালেন বিটিএস তারকা ভি। কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান আডরের ব্যানারে তাঁর প্রথম একক অ্যালবামের কাজ চলছে বলে গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ভি’র এজেন্সি বিগহিট মিউজিক। খবর বার্তাসংস্থা ইয়োনহ্যাপের
প্রথম একক অ্যালবাম নিয়ে খানিকটা স্নায়ুচাপে ভুগলেও খুশি হয়েছেন বলে জানান ভি। তিনি বলেন, ‘অ্যালবামে আমার গানের নিজস্ব ছাপ থাকবে। বিটিএসের ভি’র তুলনায় একক অ্যালবামের ভিকে আলাদা করতে পারবেন শ্রোতারা। আশা করছি, অ্যালবামটি নিয়ে বিটিএস আর্মিরা খুশি হবেন।’
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতি নেন ভি, জাংকুকরা। সাত সদস্যদের ব্যান্ডটির ছয় সদস্য ইতিমধ্যে একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন, শেষ সদস্য হিসেবে অ্যালবামের ঘোষণা দিলেন ভি।
অ্যালবামের নাম, প্রকাশের দিনক্ষণ এখনো জানানো হয়নি, পরবর্তী সময় বিস্তারিত জানাবে বিগহিট মিউজিক।
আডরের প্রধান নির্বাহী কর্মকর্তা মিন হি জিন বলেন, ‘গত বছরের শেষ ভাগে অ্যালবামটি করার প্রস্তাবটি পেয়েছি। আমাদের ব্যস্ত সূচির কারণে কাজটি করতে পারব কি না, তা নিয়ে ইতঃস্তত বোধ করছিলাম। তবে তাঁর (ভি) গানের প্রতি আগ্রহ ও দারুণ কণ্ঠস্বর আমাকে মোহিত করেছে।’
এর আগে বিটিএসের সঙ্গে ‘স্টিগমা’ ও ‘ইনার চাইল্ড’ গানে ভিকে পাওয়া গেছে।