Thank you for trying Sticky AMP!!

পাসপোর্ট সাইজ সেই জীবনের সরলতা এখনো খুঁজে বেড়াই...

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
অভিনেতা আবদুল নূর সজল এখন নাটক, সিনেমা ও সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। শুটিংয়ের মধ্যে নিয়মিত ছবি পোস্ট করেন। সম্প্রতি তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘উত্তাল সমুদ্রের মাঝে, ছোট এক সাম্পানে করে চলো না চলে যাই, চলো না।’ ছবি: ফেসবুক
দিন দিন কি বয়সের কথা বেশি ভাবেন চঞ্চল চৌধুরী? হঠাৎ ফিরে গেলেন কিশোর বয়সে। চঞ্চল লিখেছেন, ‘স্কুল, কলেজ, ইউনিভার্সিটি...অতীতের দিনগুলোর কথাই এখন বেশি মনে পড়ে। পাসপোর্ট সাইজ সেই জীবনের সরলতা এখনো খুঁজে বেড়াই।’
নতুন ওয়েব ফিল্মে নিয়ে আসছেন ইরফান সাজ্জাদ। সেই সিরিজের পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘নিজের ঘর থেকে হাজার মাইল দূরে, জনমানবহীন এক রাতে যদি মনে হয়, কেউ আপনাকে ফলো করছে, কী করবেন আপনি? এমন একটি রোমহর্ষক গল্প নিয়ে আসছে শিহাব শাহীন।’
৪. শাহেদ আলী জীবন বোধ নিয়ে ওপার বাংলার লেখক সমরেশ মজুমদারের কথা ভাগাভাগি করে লিখেছেন, ‘মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে। অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।’
অভিনেত্রী রুনা খান মেয়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘“মা”র সঙ্গে গিয়েছিল সে বাবার বন্ধুর সঙ্গে দেখা করতে। ফেরার পথে বাবার বন্ধু তাকে হাতে একটা শাড়ি দিয়ে বলল, ‘‘মা এটা তোমার’ বের হয়ে ভীষণ লাজুক হাসি দিয়ে বারবার বলতে থাকল, “মা আমাকে জামদানি উপহার দিল। মেয়েটা এই প্রথম শাড়ি পরেছে।”’