
চলচ্চিত্র–সম্পর্কিত ভাবনা বিনিময়ের উদ্দেশ্যে ৩০ ডিসেম্বর দিনব্যাপী বাংলা একাডেমি প্রাঙ্গণে ফ্যাবফেস্টের আয়োজন করা হয়েছে। কনটেন্ট, বিশেষ করে সিনেমা কিংবা ভিজ্যুয়াল শিল্পের নীতিমালা ‘রিফর্ম’, বাংলা কনটেন্টের সম্ভাবনার এই সময়কে ‘রিডিফাইন’ করার লক্ষ্যে প্রযোজক, চলচ্চিত্র নির্মাতা, কনটেন্ট ক্রিয়েটর, শিল্পী, লেখক, সিনেমাটোগ্রাফার কিংবা দৃশ্য-সংস্কৃতির অংশীজন, নীতিনির্ধারক ও গণমাধ্যম সবাইকে নিয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংক্ষেপে যাকে বলা হচ্ছে ‘চিন্তা লেনদেনের উৎসব’।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই উৎসব সম্পর্কে জানানো হয়। সেখানে বলা হয়, গল্প বলার স্বাধীনতাকে মর্মে ধারণ করে দিনব্যাপী এই উৎসবে থাকবে সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও অংশীজনদের মধ্যে বিষয়ভিত্তিক মতবিনিময় সেশন, ইনস্টলেশন, চলচ্চিত্র প্রদর্শন, সংগীতানুষ্ঠান।
ইতিমধ্যে উৎসবের নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়েছে। উৎসব উদ্বোধন করবেন অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম ও মসিউদ্দিন শাকের।
সোমবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, অমিতাভ রেজা চৌধুরী, পিপলু আর খান, অভিনেতা ইরেশ যাকের, প্রযোজক গাউসুল আলম, সাংবাদিক নূর সাফা জুলহাজ। লিখিত বক্তব্য পাঠ করেন অমিতাভ রেজা চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, কোনো দেশ এখন আর বিচ্ছিন্ন নয়। ফলে সংস্কৃতির বাজারও বিচ্ছিন্ন নয়। তাই সময় এসেছে সিনেমা-ওটিটি কিংবা সব দৃশ্যশিল্পের জন্য চিন্তা নবায়নের, সব ধরনের নীতি নবায়নের এবং বিশ্বব্যাপী বাংলা কনটেন্টের যে বাজার তৈরি হয়েছে, সেখানে অবস্থান নেওয়ার। যে কাজটি ইতিমধ্যে দেশ–বিদেশে নানা প্ল্যাটফর্মে উৎসবে এ দেশের তরুণেরা শুরু করেছেন, সেটির পৃষ্ঠপোষকতা এখন জরুরি।