চারবার যৌন আবেদনময়ীর তালিকায় ছিলেন সারা

এই অভিনেত্রীর বাবা ইরানে আন্দোলন শুরু হলে সত্তরের দশকের শেষের দিকে যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানেই তাঁর বেড়ে ওঠা। পরিবারের সাংস্কৃতিক চর্চা থেকেই একসময় তাঁর অভিনয়ে আসা। অভিনেত্রী সারা শাহি এখন হলিউডে নিয়মিত কাজ করেন। বেশ কিছু সিনেমা সিরিজ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। আজ তাঁর জন্মদিন। বিশেষ এই দিনে ছবিতে তুলে ধরা হলো তাঁর ক্যারিয়ারের নানা ঘটনা।
সত্তরের দশকে ইরানে আন্দোলন শুরু হলে এই অভিনেত্রীর বাবা যুক্তরাষ্ট্রে চলে যান। পরে যুক্তরাষ্ট্রেই তাঁর জন্ম হয়। সেখানেই তিনি ইরানি ও মার্কিন সংস্কৃতিতে বেড়ে উঠেছেন।
ছবি: আইএমডিবি
অভিনয়জগতে তাঁর যাত্রা শুরু হয় ছোট চরিত্রের অভিনেত্রী হিসেবে। টেক্সাসে অভিনয় শুরু করলেও পরবর্তী সময়ে তিনি হলিউডে চলে আসেন। সেখানে ‘সুপারন্যাচারাল’, ‘দ্য এল ওয়ার্ল্ড’, ‘রাশ আওয়ার-৩’ সিনেমাগুলোতে নাম লেখান।
এনবিসির ‘লাইফ’ সিরিজ তাঁকে সবচেয়ে পরিচিতি দেয়। সিরিজে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন।
ক্যারিয়ারের শুরু থেকে নানা প্রতিযোগিতায় অংশ নিতেন। এর মধ্যে চারবার তিনি ‘যৌন আবেদনময়ী’র তালিকায় জায়গা করে নিয়েছেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি জানি, কথাটা একটু অদ্ভুত শোনাতে পারে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ‘সেক্সি’ বলতে আমি যা বুঝি, তার সংজ্ঞা বদলে গেছে। এখন বুদ্ধিমান হওয়া ও সচেতনভাবে জানাশোনা থাকা—যেকোনো পোশাকের চেয়ে আমাকে বেশি ‘সেক্সি’ অনুভব করায়।’
৬. ব্যক্তিগত জীবনে ১১ বছরের সংসারে বিচ্ছেদ ঘটে। এর কারণ জানা না গেলেও সেই সময় খবর প্রকাশ হয়েছিল, অস্ট্রেলিয়ান অভিনেতার সঙ্গে প্রেম করছেন সারা। তাঁর জন্ম ১৯৮০ সালের ১০ জানুয়ারি।