দক্ষিণ আফ্রিকার এই শীর্ষ মডেল–অভিনেত্রীকে কতটা চেনেন?

টানিট ফিনিক্সকে এই সময়ে দক্ষিণ আফ্রিকার শীর্ষ মডেল ও অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। ইনস্টগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
‘গ্যালোওয়াকারস’, ‘ডেথ রেস ২’, ‘হার্ডকোর হেনরি’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন টানিট ফিনিক্স
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১৯৮০ সালের ২৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে তাঁর জন্ম; বেড়ে ওঠাও সেখানেই। তাঁর বাবা–মা আইরিশ ও ডাচ বংশোদ্ভূত
১৪ বছর বয়সে দক্ষিণ আফ্রিকায় মডেলিং শুরু করেন টানিট। কোকাকোলা, অ্যাডিডাসের মতো ব্যান্ডের বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন
কসমোপলিটন, ম্যারি ক্লেয়ার, জিকিউয়ের ম্যাগাজিনের দক্ষিণ আফ্রিকা সংস্করণে প্রচ্ছদ–কন্যা হিসেবে পাওয়া গেছে তাঁকে
মডেলিংয়ের পাশাপাশি অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০০৫ সালে অভিনয়ে নাম লেখানোর পর ‘লস্ট বয়েজ: দ্য থার্স্ট’, ‘স্পিউড’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী
মডেলিং ও অভিনয়ের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করেছেন
দক্ষিণ আফ্রিকার অভিনেতা শারটো কোপ্লের সঙ্গে বছর চারেক প্রেমের ২০১৬ সালে তাঁকে বিয়ে করেন টানিট। ২০১৭ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়