‘হাউসফুল ৫’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি
‘হাউসফুল ৫’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

ওটিটিতে আসা নতুন এই সিনেমা–সিরিজগুলো দেখেছেন কি

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

এশা মার্ডার: কর্মফল
ধরন: সিনেমা
স্ট্রিমিং: বিঞ্জ
দিনক্ষণ: চলমান
নৃশংস কায়দায় একটা খুন হয়েছে। খুনি খুন করেই শুধু ক্ষান্ত হয়নি, কেটে নিয়েছে হতভাগ্য তরুণীর মাথা। রহস্যের জট খুলতে মাঠে নামেন পুলিশ কর্মকর্তা লীনা (আজমেরী হক বাঁধন)। ধীরে ধীরে সামনে আসতে থাকে অনেক গোপন সত্য।

‘এশা মার্ডার: কর্মফল’–এর পোস্টার থেকে

এমন গল্প নিয়ে গত ঈদুল আজহায় মুক্তি পায় সানী সানোয়ারের পুলিশি তদন্ত ঘরানার সিনেমাটি। গতকাল ওটিটিতে এসেছে ‘এশা মার্ডার: কর্মফল’। এতে আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, শরীফ সিরাজ, ফারুক আহমেদ, সৈয়দ এজাজ আহমেদ।

কনভারসেশন উইথ কিলার: দ্য সন অব স্যাম টেপস
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১ আগস্ট
নেটফ্লিক্সের আলোচিত তথ্যচিত্র সিরিজ ‘কনভারসেশন উইথ আ কিলার’-এর চতুর্থ কিস্তি। এবারের পর্বে দেখানো হবে ১৯৭০-এর দশকে নিউইয়র্কের ক্রমিক খুনি ডেভিড বারকোউইটজের প্রভাব। এ তথ্যচিত্রে উঠে এসেছে ডেভিডের অপরাধের নানা অজানা কাহিনি। এটি পরিচালনা করেছেন জো বারলিঙ্গার।

‘হাউসফুল ৫’–এর দৃশ্য। এক্স থেকে

হাউসফুল ৫
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১ আগস্ট
নিজের ১০০তম জন্মদিন উৎসবের আগে আগে বিলাসবহুল এক প্রমোদতরিতে খুন হয়ে যান এক ধনকুবের। কী আছে এই হত্যাকাণ্ডের পেছনে? এমন গল্প নিয়ে ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি। তরুণ মনসুখানি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, চিত্রাঙ্গদা সিং, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফখরি।

ব্ল্যাক ব্যাগ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
স্টিভেন সোডারবার্গ পরিচালিত স্পাই থ্রিলারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ১৪ মার্চ। এবার এসেছে ওটিটিতে। গোয়েন্দা কর্মকর্তা ক্যাথরিন উডহাউসকে নিয়ে ছবির গল্প। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠে, কঠিন এক দ্বন্দ্বের মুখে পড়েন তাঁর গোয়েন্দা এজেন্ট স্বামী। দেশ না স্ত্রী, কার পক্ষে থাকবেন তিনি? এমন গল্প নিয়ে নির্মিত সিনেমাটি অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট, মাইকেল ফাসবেন্ডার, নওমি হ্যারিস, পিয়ার্স ব্রসনান।

‘ব্ল্যাক ব্যাগ’–এর পোস্টার

চিফ অব ওয়ার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ১ আগস্ট
ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে নির্মিত ঐতিহাসিক সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে আছেন জেসন মোমোয়া। এক হাওয়াইয়ান যোদ্ধাকে ঘিরে গল্প, যিনি উপনিবেশবাদের হাত থেকে বিবাদমান দ্বীপগুলোকে একতাবদ্ধ করতে রক্তক্ষয়ী অভিযানে শামিল হন।

‘চিফ অব ওয়ার’ সিরিজের দৃশ্য। ছবি: আইএমডিবি

৯ পর্বের সিরিজটির প্রথম দুই পর্ব মুক্তি পাচ্ছে আজ। বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। জেসন মোমোয়ার সঙ্গে সিরিজটির সহস্রষ্টা টমাস পা সিবেট।