
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
মান্ডালা মার্ডারস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২৫ জুলাই
রহস্যময় এক শহর চন্দ্রদাসপুর। একের পর এক সেখানেই ঘটে চলেছে রহস্যময় সব হত্যাকাণ্ড। রহস্য সমাধানে হাজির হয় গোয়েন্দা কর্মকর্তা রিয়া থমাস। তিনি কি পারবেন এই রহস্য সমাধান করতে? থ্রিলার সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন গোপী পুথরান ও মানন রাওয়াত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাণী কাপুর। এ ছাড়া আছেন সুরভীন চাওলা, রঘুবীর যাদব, শ্রিয়া পিলগাঁওকর ও বৈভব রাজগুপ্ত।
ওয়াশিংটন ব্ল্যাক
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হুলু
দিনক্ষণ: চলমান
উনিশ শতকে জর্জ ওয়াশিংটনের অ্যাডভেঞ্চার নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। অ্যাসি এডুগায়েনের একই নামের উপন্যাস অবলম্বনে আট পর্বের সিরিজটি তৈরি হয়েছে। সিরিজটির শো রানার সেলওয়েন সেইফু হিন্ডস। এতে অভিনয় করেছেন আরনেস্ট কিংসলি জুনিয়র, এডি কারানজা, রুপার্ট গ্রেভস।
রন্থ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
সাব-ইন্সপেক্টর ইয়োহান্নান (ডিলেশ পোথান) ও সদ্য পুলিশে যোগ দেওয়া দিননাথের (রোশান ম্যাথু) এক রাতে ডিউটি পড়ে। তারা ভেবেছিল যে আর দশটা সাধারণ রাতের মতোই ডিউটি সেরে সকালে বাড়িতে ফিরবে তাঁরা। কিন্তু পরপর নানা ঘটনা সব বদলে দেয়। এমন গল্প নিয়ে মালয়ালম থ্রিলার সিনেমাটি বানিয়েছেন শাহি কবির। ওটিটির আগে গত ১২ জুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
নাইন বডিজ ইন মেক্সিকান মর্গ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
মেক্সিকোর জঙ্গলে বিধ্বস্ত হয় একটি ছোট যাত্রীবাহী বিমান। মরদেহ উদ্ধার করে মর্গে নিয়ে রাখা হয়। কিন্তু এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ষড়যন্ত্র? এমন গল্প নিয়ে সিরিজ। ছয় পর্বের সিরিজটির স্রষ্টা অ্যান্থনি হরোভিৎজ। অভিনয় করেছেন লিডিয়া উইলসন, ডেভিড আজালা।