প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘ফাতিমা’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: বঙ্গ
দিনক্ষণ: চলমান
তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা। দেশে দর্শকের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ইরানের ফজর চলচ্চিত্র উৎসব ও লন্ডনের রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয় ‘ফাতিমা’।
গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ধ্রুব হাসানের সিনেমাটি এবার ওটিটিতে এসেছে। এক নারীর অতীত-বর্তমান, স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে গড়ে উঠেছে ফাতিমার গল্প। এতে আরও আছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়।
‘ইস্তাম্বুল এনসাইক্লোপিডিয়া’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
মা আর মায়ের এক বন্ধুকে নিয়ে ইস্তাম্বুলে নতুন করে জীবন শুরু করতে চান তরুণ শিক্ষার্থী জেহরা। কিন্তু নতুন শহরে মানিয়ে নেওয়া সহজ হয় না।
এমন গল্প নিয়ে নতুন তুর্কি ড্রামাটি নির্মাণ করেছেন সালমান নাকার। অভিনয় করেছেন কানান এরগুডার, হেলিন কানডেমির, তোলগা তেকিন।
‘খাউফ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
দিল্লির নারীদের এক হোস্টেল নিয়ে গল্প। নিজের দুঃসহ অতীত থেকে দূরে থাকতে এ হোস্টেলে ওঠে মাধু। কিন্তু হোস্টেলেরই যথেষ্ট বদনাম আছে, সেখানে প্রায়ই নাকি ঘুরে বেড়ায় অতিপ্রাকৃত শক্তি।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে আট পর্বের সিরিজটি। সুপারন্যাচারাল হরর সিরিজটি বানিয়েছেন স্মিতা সিং। অভিনয় করেছেন সূচি মালহোত্রা, রিয়া শুক্লা, রজত কাপুর প্রমুখ।
‘দ্য লাস্ট অব আস ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিওহটস্টার
দিনক্ষণ: চলমান
২০২৩ সালে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে এইচবিওর পোস্ট অ্যাপোক্যালিপ্টিক সিরিজটি। গত সপ্তাহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিরিজটির দ্বিতীয় মৌসুমের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসবে ২০ এপ্রিল।
বাকি পাঁচ পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে আগামী ২৫ মে পর্যন্ত। এবারও জোয়েল ও এলি চরিত্রে দেখা যাচ্ছে পেদ্রো পাসক্যাল ও বেলা রামসিকে। নতুন মৌসুমে যুক্ত হয়েছেন কাটলিন ডেভার, ইসাবেলা মার্কেড প্রমুখ