সিনেমার দৃশ্য
সিনেমার দৃশ্য

কী আছে ‘পার্টি’তে

একঝাঁক তরুণ শিল্পীকে নিয়ে ওয়েব ফিল্ম ‘পার্টি’ নির্মাণ করেছেন নির্মাতা রিয়াদ মাহমুদ। সিরিজের গল্পে দেখা যাবে, মা–বাবা বাড়িতে না থাকার সুযোগে পার্টি করার সিদ্ধান্ত নেন একদল তরুণ। পার্টিতে আমন্ত্রিত এক ব্যক্তিরও আগমন ঘটে। তিনি পার্টির মোড় বদলে দেন।

এমনই গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। আগামী ১ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘পার্টি’।

থ্রিলার ও ডার্ক কমেডি ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন শরীফ সিরাজ, জুনায়েদ বোগদাদী, লামীমা লাম, আবদুল্লাহ সেন্টু, সাদ নাওভি, দস্তগীর শান, বাঁধন খান, ফারুক আহমেদসহ আরও একঝাঁক তরুণ উদীয়মান অভিনেতা।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন রিয়াদ। তিনি বলেন, ‘এটি একটি তারুণ্যনির্ভর থ্রিলার কমেডি ঘরানার গল্প। এর শেষটা আনপ্রেডিক্টেবল। আর সে জন্যই দর্শককে বসে থাকতে হবে ও গল্পটি শেষ করেই উঠতে হবে।’

শরীফ সিরাজ বলেন, ‘বর্তমানে বাজার–চলতি থ্রিলার, রোমান্স, রিভেঞ্জ গল্পের বাইরে গিয়ে পরিচালক “পার্টি”র গল্প সাজিয়েছেন। কিন্তু সেই গল্পে ড্রামা আছে, রহস্য আছে, অ্যাডভেঞ্চার আছে। ভিন্ন একটা কনটেন্ট হিসেবে আমি “পার্টি” নিয়ে খুবই পজিটিভ। দর্শক উপভোগ করবে “পার্টি”র সব আয়োজন।’

লামীমা লাম বলেন, ‘এই ফিল্মে আমার চরিত্রের নাম নীরা, যে চরিত্রটি নিয়ে বেশ কিছু টুইস্ট আছে। আমার চরিত্রটিও বেশ হিউমারাস। “পার্টি”র ঘটনা বাস্তবে আমাদের সমাজে ঘটলেও পর্দায় দেখা যায় না। পুরো তারুণ্যনির্ভর একটি কাজ এটি।’