Thank you for trying Sticky AMP!!

আয়নাবাজি ছবিতে চঞ্চল চৌধুরী ও নাবিলা

এবার ঘরে বসেই ‘আয়নাবাজি’

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আয়নাবাজি’ ছবি। এরপর বাকিটা ইতিহাস। দারুণ জনপ্রিয় হওয়ার পাশাপাশি দেশে ও বিদেশে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় ছবিটি। পেয়েছে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’সহ আরও কিছু উল্লেখযোগ্য পুরস্কার। এবার নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ ওটিটিতে আসছে। মুক্তির আট বছর পর তারকাবহুল এই সিনেমা ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে।

জানা গেছে, ৮ ফেব্রুয়ারি থেকে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ‘আয়নাবাজি’র স্ট্রিমিং হবে। হইচই বাংলাদেশের ফেসবুক পেজ থেকে এমন ঘোষণা দেওয়া হয়েছে।
২০১৬ সালে মুক্তির পরই দেশব্যাপী আলোড়ন ফেলে দেয় চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি। শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে প্রদর্শিত হয়। হুমড়ি খেয়ে পড়েন দর্শক।

৮ ফেব্রুয়ারি থেকে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে ‘আয়নাবাজি’র স্ট্রিমিং হবে

এতে শরাফত করিম আয়না চরিত্রে দুর্দান্ত ক্যারিশমায় মুগ্ধ করেছিলেন চঞ্চল চৌধুরী। এ কারণে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার পাশাপাশি ওই বছর ‘আয়নাবাজি’ বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
‘আয়নাবাজি’তে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন মাসুমা নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফুর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন, জামিল হোসেন প্রমুখ।
এর কাহিনি গাউসুল আলম শাওনের। যৌথভাবে চিত্রনাট্য করেছিলেন গাউসুল আলম শাওন ও অনম বিশ্বাস।