Thank you for trying Sticky AMP!!

ওয়েবে আলোচিত তিন তরুণ

বিঞ্জে ‘ফ্রাইডে’, চরকিতে ‘ইন্টার্নশিপ’ ও হইচইতে ‘বুকের মধ্যে আগুন’। এই তিন কনটেন্টে অভিনয় করে আলোচনায় এসেছেন তিন তরুণ অভিনয়শিল্পী—নীলাঞ্জনা নীল, শাহনাজ সুমী ও সৌম্য জ্যোতি

কাছাকাছি সময়ে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে একটি ওয়েব ফিল্ম ও দুটি ওয়েব সিরিজ। বিঞ্জে ‘ফ্রাইডে’, চরকিতে ‘ইন্টার্নশিপ’ ও হইচইতে ‘বুকের মধ্যে আগুন’। এই তিন কনটেন্টে অভিনয় করে আলোচনায় এসেছেন তিন তরুণ অভিনয়শিল্পী—নীলাঞ্জনা নীল, শাহনাজ সুমী ও সৌম্য জ্যোতি।

নীলাঞ্জনা নীল
নীলাঞ্জনা নীল পেশায় স্থপতি। ২০১৯ সালে তাহসানের ভালোবাসা দিবসের গানের ভিডিওর মডেল হিসেবে বিনোদন–দুনিয়ায় তাঁর যাত্রা শুরু। এরপর তিনি হাবিব ওয়াহিদের একটি গানেও মডেল হন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক ‘হিট’ দিয়ে অভিনয় শুরু। পরে আরও কয়েকটি নাটকে অভিনয় করেন। তবে আলোচনায় আসেন ফ্রাইডে দিয়ে।

‘ফ্রাইডে’–তে নীলাঞ্জনা নীল

নীলাঞ্জনা বেশ উপভোগ করছেন সময়টা, ‘গানের মডেল হওয়ার পর আমাকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় খবর হয়েছে। কিন্তু “ফ্রাইডে” মুক্তির পর বিষয়টা একেবারে অন্য রকম। ফেসবুকে এমন এমন মানুষ আমাকে নিয়ে লেখালেখি করছে, যা অবিশ্বাস্য। এতটা সাড়া এর আগে কোনো কাজ থেকে পাইনি।’

Also Read: আবারও সত্য ঘটনা, আলোচনায় তমা

নীলাঞ্জনা নীল এখন হইচইয়ের জন্য সানি সানোয়ারের ‘মিশন হান্ট ডাউন’ সিরিজের শুটিং শেষ করেছেন। ‘ফ্রাইডে’ মুক্তির পর কয়েকজন পরিচালকের সঙ্গে নতুন কাজের ব্যাপারেও আলাপ আলোচনা চলছে।

‘বুকের মধ্যে আগুন’–এ শাহনাজ সুমি

শাহনাজ সুমী
চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘সেরা নাচিয়ে’তে সেরা দশে জায়গা করে নিয়েছিলেন শাহনাজ সুমী। দশম শ্রেণিতে পড়া অবস্থায় সালাহউদ্দিন লাভলুর ধারাবাহিক ‘সোনার কাঠি রুপোর কাঠি’তে প্রথম অভিনয় করেন। আর আলোচনায় আসেন গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ পুণ্য’তে অভিনয় করে। তার আগে একটি বিজ্ঞানচিত্রে কাজ করে সাড়া ফেলেন। প্রথম চলচ্চিত্রের শুটিংয়ের সময় এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন সুমী। ‘বুকের মধ্যে আগুন’–এ নব্বই দশকের এক জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সুমী। বললেন, ‘শুটিং শুরু হয়েছিল গত ডিসেম্বরে। তার আগে প্রস্তুতির জন্য দুই মাস নব্বই দশকের নায়িকাদের ভিডিও ক্লিপিংস, সিনেমা দেখেছি। চিত্রনাট্য বারবার পড়েছি। দৃশ্যগুলো কীভাবে বাস্তবসম্মত করে তোলা যায়, সেই চেষ্টাটাই করে গেছি। এখন সবাই বলছে পর্দায় আমাকে বাস্তব লেগেছে, মনে হচ্ছে পরিশ্রম সার্থক।’

Also Read: সালমান শাহ পরিবারের আপত্তির মধ্যে নীরবে মুক্তি পেল ‘বুকের মধ্যে আগুন’

সবাই তো বলছে নব্বইয়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের চরিত্র করেছেন আপনি? ‘এটা আমি কী করে বলব। আমি শুধু জানি, একজন জনপ্রিয় নায়িকার চরিত্র করেছি, দ্যাটস ইট। আসলে এত কিছু ভাবছি না। সবাই ফোন করছে। শবনম চরিত্রের প্রশংসা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ দেখছে। দর্শক বিভিন্ন নায়িকার সঙ্গে তুলনাও করছে,’ বললেন সুমী।

সৌম্য জ্যোতি

সৌম্য জ্যোতি
‘ইন্টার্নশিপ’–এ শুভ্র চরিত্রে অভিনয় করে বেশ আলোচিত সৌম্য জ্যোতি। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তৃতীয় বর্ষের এই ছাত্র জানালেন, ওয়েব সিরিজ ‘কাইজার’–এ অভিনয়ের সময় বেশ কয়েকজন ইন্টার্ন শিক্ষার্থীর সঙ্গে পরিচয় হয়েছিল। রেজাউর রহমানের ‘ইন্টার্নশিপ’–এ শুভ্র চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েই সেসব ইন্টার্নের সঙ্গে যোগাযোগ শুরু করেন। সৌম্য বললেন, ‘আমি যে বিষয়ে পড়ছি সেখানে ইন্টার্নের সুযোগ নেই। চরিত্রটি বাস্তবসম্মত করে ফুটিয়ে তুলতে তাই “কাইজার”–এর সময়কার বন্ধুদের সঙ্গে যোগাযোগ শুরু করি। তাদের নিকেতনের অফিসে যেতাম। তাদের সংগ্রাম দেখতাম। তারাই আমাকে শুভ চরিত্রটি হয়ে উঠতে সহযোগিতা করে। তারপর তো পরিচালক ও সহশিল্পীরা আমাকে সেই কমফোর্ট জোনটা দিয়েছিল।’

Also Read: সাড়া ফেলেছে ‘ইন্টার্নশিপ’

‘ইন্টার্নশিপ’ দিয়ে আলোচনায় আসা সৌম্য জ্যোতির শুরুটা হয় শিশু চরিত্রে অভিনয় দিয়ে। ‘পাদুকাবিতান’ নাটকে চঞ্চল চৌধুরীর ছোটবেলার চরিত্রে অভিনয় করেন তিনি। বড় হয়ে বিজ্ঞাপনচিত্রে আর চলচ্চিত্রেও অভিনয় করেন শাহনাজ খুশি–বৃন্দাবন দাসের সন্তান সৌম্য। বেশ কয়েকটি নাটকেও তাঁকে দেখা গেছে।