১০ দিনে ১ কোটি অনুসারী বেড়েছিল তাঁর

রাতারাতি জনপ্রিয়তা কাকে বলে, সেটা ভালো বোঝা যাবে জেনা ওর্তেগার ক্যারিয়ার গ্রাফ দেখলে। আগে অভিনয় করলেও তরুণ এই অভিনেত্রীকে চিনত অল্প মানুষই। কিন্তু গত বছর নেটফ্লিক্সের সিরিজ ‘ওয়েনসডে’ দিয়ে রাতারাতি হয়ে ওঠেন সারা দুনিয়ার তরুণদের পছন্দের পাত্রী। সেটা এতটাই যে মাত্র ১০ দিনেই তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা এক কোটি বেড়ে যায়। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক জেনা ওর্তেগা সম্পর্কে কিছু তথ্য।
বয়স মোটে ২০। এই বয়সেই সারা দুনিয়ার হরর দর্শকের কাছে পরিচিত এক মুখ হয়ে উঠেছেন জেনা ওর্তেগা
রয়টার্স
ছয় বছর বয়সে শিশুশিল্পী হিসেবে জেনা ওর্তেগার ক্যারিয়ার শুরু। শুরুর দিকে উল্লেখযোগ্য কাজ ‘ইনসিডিয়াস’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘ইনসিডিয়াস: চ্যাপ্টার টু’। তখন কে জানত, ব্যাপক ব্যবসাসফল এই সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে হরর ছবির সঙ্গে তাঁর আলাদা যোগ তৈরি হবে
২০১৮ সালে ‘সেভিং ফ্লোরা’ দিয়ে প্রধান চরিত্রে অভিনয়ের শুরু। সিনেমায় এক সার্কাসমালিকের কন্যা হিসেবে ওর্তেগার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। তবে তাঁকে পরিচিতি এনে দেয় নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ইউ’
২০১৯ সালে করেন হরর ছবি ‘দ্য বেবিসিটার: কিলার কুইন’। চলতি বছর এইচবিও ম্যাক্সের ‘দ্য ফল আউট’ দিয়েও প্রশংসা কুড়ান। এরপরই শুরু হয় একের পর এক হরর ছবিতে অভিনয়। ২০২০ সালে করেন স্ল্যাশার ছবি ‘স্ক্রিম’, চলতি বছর মুক্তি পায় ‘স্টুডিও ৬৬৬’, ‘এক্স’ ও ‘আমেরিকান কারনেজ’। পরপর হরর ঘরানার সিনেমায় অভিনয়ের জন্য বিভিন্ন গণমাধ্যম জেনা ওর্তেগাকে ‘স্ক্রিম কুইন’ তকমা দেয়
তাঁর ‘স্ক্রিম কুইন’ তকমা যে মোটেও ভুল কিছু ছিল না, তার সর্বশেষ প্রমাণ ‘ওয়েনসডে’। গত ২৩ নভেম্বর মুক্তির পর থেকেই নেটফ্লিক্সের অতিপ্রাকৃত কমেডি হরর ঘরানার সিরিজটি বলা যায় ঝড় বইয়ে দিয়েছে। স্ট্রিমিং প্ল্যাটফর্মটির গ্লোবাল টপ চার্টের শীর্ষে রয়েছে আট পর্বের এই সিরিজ। প্রথম সপ্তাহেই দেখা হয়েছে ৩৪ কোটি ১০ লাখ ঘণ্টা
মার্কিন কার্টুনিস্ট চার্লস অ্যাডামসের সৃষ্ট ‘দ্য অ্যাডামস ফ্যামিলি’র ‘ওয়েনসডে অ্যাডামস’ চরিত্রটি অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। যেখানে নামভূমিকায় অভিনয় করেছেন জেনা ওর্তেগা
ভৌতিক সিনেমায় অভিনয় প্রসঙ্গে জেনা ওর্তেগা বলেন, ‘হরর সিনেমাগুলোই কিন্তু প্রেক্ষাগৃহগুলোকে একরকম বাঁচিয়ে রেখেছে। আমার মনে হয়, সুপারহিরো ও হরর ছবিগুলো দেখতে, ভালো সময় কাটাতে মানুষ হলে যাচ্ছে। হরর সিনেমার মধ্যে অনেক কিছুই করা যায়। অ্যাকশন, কমেডি, ড্রামা, এমনকি রোমান্স; হররের মোড়কে সবই দেখাতে পারবেন আপনি’
‘ওয়েনসডে’ প্রচাররের আগে ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছিল ৯৪ লাখ, প্রচারের ২৪ ঘণ্টার মধ্যেই বেড়ে হয় ১ কোটি ৯৪ লাখ। বর্তমানে তাঁর অনুসারীর সংখ্যা ৪ কোটির বেশি
৬ মার্চ নিউইয়র্কে ছিল অভিনেত্রীর নতুন ছবি ‘স্ক্রিম ৬’–এর প্রিমিয়ার। সেখানে এভাবেই ক্যামেরাবন্দী হন জেনা ওর্তেগা