বড়দিনে শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন অপু, বুবলীরা

গতকাল খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই দিনে অন্যদের সঙ্গে আনন্দ–উল্লাসে মেতে উঠেছেন দেশের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-দর্শকদের জানাচ্ছেন বড়দিনের শুভেচ্ছা। দেখে নেওয়া যাক তারকাদের বড়দিন উদ্‌যাপনের একাংশ।

অভিনেত্রী অপু বিশ্বাস তাঁর ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে বড়দিন উদ্যাপন করেছেন। সান্তা ক্লজের সাজে সেজেছেন আব্রাম খান। ফেসবুকে কিছু ছবি পোস্ট করে অপু বিশ্বাস ক্যাপশনে লিখেছেন ‘ক্রিসমাস’
ছবি : ফেসবুক থেকে নেওয়া
অভিনেত্রী বুবলী তাঁর ফেসবুক পেজে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। ছেলে শেহজাদ খান বীরের ছবি শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। বাবাইটা।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে মেয়ের সঙ্গে বড়দিন উদ্যাপন করেছেন আজমেরী হক বাঁধন। এই উদ্যাপনের ছবি ক্যামেরাবন্দী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী
সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী পূজা চেরি। নিজের কিছু ছবি শেয়ার করে তিনি লিখেছেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা
বড়দিনে ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দিলেন ‘পরাণ’খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে লেখেন, বছরের এই সময়টি আমাকে কৃতজ্ঞ, আবেগপ্রবণ এবং আশাবাদী করে তোলে। শুভ বড়দিন
ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সান্তা ক্লজের সঙ্গে ছবি শেয়ার করে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন ভক্তদের সঙ্গে