দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষ ৬ সিনেমা

পছন্দের সিনেমাগুলো নিয়ে জানতে দর্শকেরা সবার আগে ঢুঁ মারেন আইএমডিবিতে। এটি অনলাইনভিত্তিক ইন্টারনেট মুভি ডেটাবেজ। মুহূর্তেই যেকোনো সিনেমা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোন সিনেমা, সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি, সেই ডেটাবেজ দিয়ে তৈরি হয় ফ্যান ফেবারিট বা দর্শকদের পছন্দের সিনেমার তালিকা। ভক্তদের পছন্দের সেই তালিকার শীর্ষ সিনেমা-সিরিজগুলো দেখে নিতে পারেন।
দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে ‘দ্য ওম্যান ইন দ্য কেবিন টেন’ সিনেমাটি। এই সিনেমার আইএমডিবি রেটিং ৫.৯। ভ্রমণবিষয়ক এক লেখিকা রাজকীয় বিশাল জাহাজে আমন্ত্রিত হন। তার পরের রহস্য নিয়েই এই গল্প।
ছবি: আইএমডিবি থেকে
হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও মানেই যেন ভক্তদের নড়েচড়ে বসা। তাঁর সিনেমা নিয়ে আলোচনা তৈরি হবে, সেটাই স্বাভাবিক। ৮.৩ রেটিং নিয়ে আইএমডিবিতে ভক্তদের পছন্দের তালিকায় মুক্তির পর থেকেই শীর্ষে রয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি। এতে ১ লাখ ১০ হাজার দর্শক ভোট দিয়েছেন।
দর্শকদের পছন্দের তালিকায় ৩ নম্বরে রয়েছে ‘ট্রন: এরিস’ সিনেমাটি। ডিজিটাল দুনিয়া থেকে বাস্তবতায় ফেরা কি সম্ভব? সেই অদ্ভুত এক মিশনে যাওয়ার ভয়ংকর অভিযানের গল্প এটি। সিনেমাটির রেটিং ৬.৭।
স্কুল থেকে বাসে ফিরছিল শিশুরা। হঠাৎ লেগে যায় ভয়ংকর আগুন। সেই আগুন থেকে ২২ জন শিক্ষার্থীকে বাঁচানোর গল্পই ‘দ্য লস্ট বাস’। সিনেমাটির রেটিং ৬.৯। ভোট দিয়েছেন ২৪ হাজার দর্শক।
নির্দয় এক চোরের গল্প নিয়েই সিনেমা ‘প্লে ডার্টি’। এই চোরের দলের সদস্যদের একটি ঘটনা আজীবনের জন্য বদলে দেয়। এটি ৫.৯ রেটিং নিয়ে দর্শকদের পছন্দের তালিকায় ৫ নম্বরে রয়েছে।
গত সপ্তাহে ৬ নম্বর তালিকায় ছিল ভারতের সিনেমা ‘কানতারা: চ্যাপটার ওয়ান’। সেখানে এ সপ্তাহে পছন্দের তালিকায় রয়েছে ‘ওয়েপনস’। ডার্ক কমেডি ও সাইকোলজিক্যাল হরর ঘরানার সিনেমাটিতে দেখা যায়, একসঙ্গে রহস্যজনকভাবে হারিয়ে যাওয়া শিশুদের গল্প। এখনো সিনেমাটি দর্শকদের পছন্দের তালিকায় ৬ নম্বরে রয়েছে। এর রেটিং ৭.৫।