প্রায় তিন দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা পূর্ণিমার। এখন অভিনয়ে অনিয়মিত। তবে উপস্থাপনা ঠিকই করছেন। মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন। অন্যদিকে মৌসুমী হামিদ ২০১১ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানার্সআপ হয়ে অভিনয় অঙ্গনে কাজ শুরু করেন। মৌসুমী হামিদও এখন অভিনয়ে অনিয়মিত। দুই সময়ের এ দুই তারকার ট্রেন–নৌকার ঘোরাঘুরির স্থিরচিত্র দেখুন