আরিফিন শুভ ও তটিনী
আরিফিন শুভ ও তটিনী

শুভ বললেন, ‘কে যাবি আয়’, তটিনী বললেন, চলো হারিয়ে যাই ...

বিনোদনজগতের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে যেতে চান। ভক্ত ও অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন। ইনস্টাগ্রাম থেকে তেমনই কিছু দেশি তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নীলচক্র’। ছবিটি মুক্তির পর নতুন করে আলোচনায় আরিফিন শুভ। বলিউডে তিনি শেষ করেছেন ওয়েব সিরিজ জ্যাজ সিটির। দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে অনম বিশ্বাস ও রায়হান রাফী পরিচালিত দুটি চলচ্চিত্র। এই তারকা ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। নিজের এই দুটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আয় কে যাবি আয়…!’
বেশ কিছুদিন ধরে ঘোরাঘুরির স্থিরচিত্র পোস্ট করেছেন অভিনয়শিল্পী ও মডেল শবনম ফারিয়া। ইদানীং অভিনয় কমিয়ে দেওয়া ফারিয়া চাকরি নিয়ে ব্যস্ত আছেন। দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কয়েক মাস ধরে যুক্ত আছেন তিনি। এর মধ্যে সুযোগ পেয়ে ঘুরতে গেলেন শ্রীলঙ্কা। দেশটির গলের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছেন। মিরিসা এলাকার কোকোনাট হিলের এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘কোকোনাট হিল, মিরিসা—যেখানে আকাশ রাঙে সোনালি আলোয়, নারকেলগাছরা ফিসফিসিয়ে বলে নিঃশব্দ কথা, আর সূর্যটা ধীরে ধীরে ডুবে যায় অসীম নীলে…আরও একটি স্বপ্ন, তালিকা থেকে মুছে গেলেও হৃদয়ে চিরদিনের জন্য গেঁথে রইল।
১৮ জুলাই মুক্তি পাচ্ছে ইরফান সাজ্জাদ অভিনীত ‘আলী’ ছবিটি। এরই মধ্যে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশিত হয়েছে, যা নিয়ে চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে চলছে আলোচনা। ১৩ জুলাই ছবিটির ট্রেলার আসবে। এরই ফাঁকে ‘হোপ’ নামে নতুন একটি নাটক প্রকাশের খবরও জানালেন এই তারকা। এই স্থিরচিত্রটি পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘হোপ শব্দটা খুব ছোট...কিন্তু এই হোপ নিয়েই মানুষ বেঁচে থাকে, জীবনটা সুন্দর করার চেষ্টা করে…। নাটক “হোপ” প্রকাশিত হলো...গল্পটা সুন্দর…।’
ঈদের পর থেকেই ঘোরাঘুরি করছেন সময়ের আলোচিত তারকা নাজনীন নীহা। এর মধ্যে তাঁর কয়েকটি নাটক প্রকাশিত হয়েছে। যতগুলো নাটক প্রকাশিত হয়েছে, তার মধ্যে ‘মিথ্যে প্রেমের গল্প’টা নিয়ে নীহার আলাদাভাবে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। বলেছেন, এই প্রথম কোনো নাটকে গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিন বছরের অভিনয়জীবনে এমন গল্পে তাঁর কাজ করা হয়নি। তাই ভয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নাটকটি নিয়ে অনেকের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। ইনস্টাগ্রামে সক্রিয় নীহা এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘মিথ্যে প্রেমের গল্প...।’ আরেক পোস্টে লিখেছেন, ‘এ শহরে আমার প্রেমের বাড়ি, এখানে আমি শুধু তোমার প্রেমে পড়ি...।’
একাধিক স্থিরচিত্র প্রকাশ করে নতুন নাটক প্রকাশের খবর জানালেন তটিনী। লিখেছেন, ‘“চলো হারিয়ে যাই” নাটকটি এখন থেকে ইউটিউবে দেখা যাচ্ছে।’