ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
সম্প্রতি এক পুরস্কার আয়োজনে গান করতে দেখা যায় জিয়াউল ফারুক অপূর্বকে। সেই গান গাওয়া মুহূর্তের ছবি ফেসবুক পোস্ট করে অভিনেতা অপূর্ব লিখেছেন, ‘আমি দর্শকদের জন্য গান করব, তাদের করতালির জন্য নয়, তাদের হৃদয় স্পর্শ করার জন্য এবং একই সঙ্গে আমার নিজের আত্মার খোরাকের জন্য।’ বছরের শুরুতেই শুটিংয়ে যাওয়ার সময় রাতে অসুস্থ হয়ে পড়েন অভিনেতা মুশফিক আর ফারহান। তারপর ৬ দিন হাসপাতালে কাটে। বর্তমানে নিয়মিত নাটকের শুটিং করছেন। তিনি ছবি পোস্ট করে লিখেছেন, ‘নিজের সৌন্দর্য, মুহূর্তগুলোকে অর্জন করুন।’
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই ভক্তদের কাছে আলোচনায় থাকেন তাসরিফ খান। ‘তাই তো আইলাম সাগরে’–খ্যাত এই গায়ক লিখেছেন, ‘মানুষ গুরুত্ব খোঁজে কিন্তু গুরুত্ব বোঝে না।’
বিজ্ঞাপন
অভিনয়ের পাশাপাশি গান করতেও পছন্দ করেন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘একটা হাওয়ার চিঠি তোমার কাছে পৌঁছে দিতে চাই, সেই চিঠিতে আমার কোনো দাবি দাওয়া নাই।’ এটি তাঁর নতুন গান।তরুণ গায়ক অয়ন চাকলাদার তাঁর পোস্টে লিখেছেন, ‘প্লাস্টিক, পলিথিন এসবের ব্যবহার বন্ধ করতে হলে এগুলোর পর্যাপ্ত পরিমাণ ন্যাচারাল বিকল্প মার্কেটে ছাড়তে হবে, থাকতে হবে। নয়তো বিষয়টা শুধু সুন্দর সুন্দর বিজ্ঞাপন বানানোতেই শেষ।’