কিশোর আলোর আলোময় আয়োজনে

শিশু-কিশোরদের প্রিয় সাময়িকী কিশোর আলোর ১০ বছর পূর্তি উপলক্ষে রোববার অনুষ্ঠিত হয় নগদ-কিআ কার্নিভ্যাল ২০২৩। ঢাকার তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারের এই আয়োজনে খুদে শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজনে এসেছিলেন বিনোদন অঙ্গনের তারকারাও। কেউ কথা বলে, কেউ গান শুনিয়ে অনুষ্ঠানে আসা সবাইকে মুগ্ধ করেন।
দিনব্যাপী আয়োজনে সন্তান রশ্মি রুয়াইদা করিমকে নিয়ে এসেছিলেন অপি করিম। শুনিয়েছেন স্থাপত্য ও অভিনয়ের যৌথ অভিজ্ঞতার কথা
সাজিদ হোসেন
গান শুনিয়েছে তরুণদের জনপ্রিয় ব্যান্ড অড সিগনেচার
চঞ্চল চৌধুরী নিজের জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে
কথা বলছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ
গান গাইছেন এরফান মৃধা শিবলু
গান গাইছেন আতিয়া আনিসা