Thank you for trying Sticky AMP!!

আদালতে শিরান

অপরিচিত কোনো গীতিকারের কাছ থেকে তাঁকে ক্রেডিট না দিয়ে কোনো আইডিয়া ধার করেননি ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান

অপরিচিত কোনো গীতিকারের কাছ থেকে তাঁকে ক্রেডিট না দিয়ে কোনো আইডিয়া ধার করেননি ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। আদালতকে এমনটাই জানিয়েছেন এই ব্রিটিশ সংগীতশিল্পী। এটি বলছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এই সংগীতশিল্পীর বিরুদ্ধে গান নকল করার অভিযোগ উঠেছে। ২০১৭ সালের জনপ্রিয় ‘শেপ অব ইউ’ গানে দুই গীতিকারের গানের কথা থেকে নকল করা হয়েছে কিছু অংশ, এমন অভিযোগ শিরানের বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে আদালতেও।

স্যামি চোকরি ও রস ওডোনোহিউ নামের ওই দুই শিল্পীর আইনজীবী জানিয়েছেন, শিরান কম জনপ্রিয় গীতিকার আর জনপ্রিয় গীতিকারদের সঙ্গে আলাদা আলাদা ব্যবহার করেন। যদিও শিরান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতকে বলেছেন, তাঁর গানের সঙ্গে যুক্ত থাকা অপরিচিত প্রচুর শিল্পীর ক্রেডিট তিনি দিয়েছেন।
‘শেপ অব ইউ’ ২০১৭ সালে যুক্তরাজ্যের টপ চার্টে ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল। গানটি হয়ে উঠেছিল বিশ্বজুড়ে সবচেয়ে বিক্রি হওয়া গানের একটি। চোকরি ও ওডোনোহিউ অভিযোগ করেছেন, গানের ‘ওহ আই’ অংশটুকু ভয়ংকরভাবে মিলে যায় তাঁদের গান ‘ওহ হোয়াই’–এর সঙ্গে। এটি চোকরি ‘স্যামি সুইচ’ নামে শিল্পীর গান হিসেবে ২০১৫ সালে মুক্তি দিয়েছিলেন।

শিরান দাবি করেছেন, তিনি কারও কাছ থেকে কোনো আইডিয়া নিলে, তা স্বীকার করেন

গত শুক্রবার তাঁদের আইনজীবী আদালতে অভিযোগ করেন, শিরান ওই শিল্পীর গান থেকে আইডিয়া নিয়ে তাঁর গানে ব্যবহার করেছেন। কখনো তিনি এটি স্বীকার করেন, কখনো কখনো এটি করেন না।
যদিও শিরান দাবি করেছেন, তিনি কারও কাছ থেকে কোনো আইডিয়া নিলে, তা স্বীকার করেন। তাঁকে ক্রেডিট দেন। আদালতের কাছে এর কিছু উদাহরণও তুলে ধরেন তিনি।

২০১৭ সালে গানটি মুক্তির পর ইউটিউবে অনেক মন্তব্যকারী শিরানের গানের সঙ্গে টিএলসির ১৯৯৯ সালের গান ‘নো স্ক্রাবস’–এর মিল থাকার বিষয়টি সামনে আনেন। তখন শিরান তাদের ক্রেডিট দিয়েছিলেন। যদিও এবারই প্রথম নয়, এর আগেও শিরানের বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ উঠেছিল।