রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ থাকাকালে তাঁর লেখা সব গান আর পাঠের সংকলন নিয়ে বের হয়েছে তিনটি অ্যালবাম। গতকাল বিকেলে কলকাতা প্রেসক্লাবে এই তিন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠিত হয়। এসব অ্যালবামে গান, পাঠের পরিকল্পনা, গ্রন্থনা, পরিচালনা করেছেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম। তিনটি অ্যালবামে কবিগুরুর ৩০টি গান রয়েছে।
এই তিন অ্যালবামের ভলিউম প্রকাশ করেছে কলকাতার ভাবনা। এতে সমবেত রবীন্দ্রসংগীত পরিবেশন করেছে লিলি ইসলামের প্রতিষ্ঠিত উত্তরায়ণ। অ্যালবামটি শুরু হয়েছে ‘গীতবিতান’–এর ভূমিকা ‘প্রথম যুগের উদয়দিগঙ্গনে’ গানটি দিয়ে। এরপর রয়েছে ইউরোপের বিভিন্ন শহরে অবস্থানকালে রচিত ৩০টি গান। এসব গানের মধ্যে রয়েছে ‘সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত’, ‘এ মণিহার আমায় নাহি সাজে’, ‘তোমারি নাম বলব নানা ছলে’, ‘অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে’, ‘প্রাণে খুশির তুফান উঠেছে’, ‘ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে’, ‘জীবন যখন ছিল ফুলের মতো’, ‘কার চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন’, ‘রয় যে কাঙাল শূন্য হাতে, দিনের শেষে’, ‘ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে’, ‘নাই নাই ভয়’ গানগুলো।
এই প্রকাশনা অনুষ্ঠানে লিলি ইসলাম বলেন, ‘হিমালয় পর্বতের মতো যাঁর উচ্চতা, সমুদ্রের মতো যাঁর গভীরতা, সেই মানুষের সৃষ্টির বিশাল ভান্ডারকে উপস্থাপন করা অত্যন্ত দুরূহ। আমি শুধু চেষ্টা করেছিমাত্র। এই নিবেদন আমাদের একটি ক্ষুদ্র প্রয়াসমাত্র।’
আর এসব গানে লিলি ইসলাম ছাড়া কণ্ঠ দিয়েছেন অনামিকা পাল, সাইফুল তানকার, ইসরাত জাহান, কান্তা চক্রবর্তী, কুশল জয়, গৌরাঙ্গ কুন্ডু, জাহিদুল ইসলাম, নাসরিন ফাতেমা, নাজমুন নাহার, পলাশ লোহ, প্রমিলা রায়, পর্ণা দেবরায়, ফাল্গুনী বসাক, মৌমিতা পাল, রতন মজুমদার, রাসেল হোসেন, শিমু দে, শুভ্রা নীলাঞ্জনা, সরস্বতী মজুমদার, সৌরেন্দ্র বাড়ৈ, সন্দীপা বিশ্বাস প্রমুখ।
সিডি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক পবিত্র সরকার, শিল্পী হৈমন্তী শুক্লা, চন্দ্রাবলী রুদ্র দত্ত, অগ্নিভো বন্দ্যোপাধ্যায়, ভাবনা ক্যাসেট কোম্পানির কর্ণধার বিশ্ব রায় প্রমুখ।