Thank you for trying Sticky AMP!!

কেমন আছেন তিশমা

তিশমা। ছবি: সংগৃহীত

একটা সময় দেশে ও দেশের বাইরে মঞ্চে তাঁর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। টেলিভিশন চ্যানেলেও প্রতিনিয়ত দেখা যেত তাঁর নিত্যনতুন গান। তিন বছরের বেশি সময় ধরে নেই দেশের মঞ্চে। নতুন গান প্রকাশেও আগের মতো সেই ব্যস্ততা নেই। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় গানে আগের মতো সময় দিতে পারেন না তিনি। জনপ্রিয় এই পপ গায়িকার নাম তিশমা।

ঢাকায় মা–বাবার সঙ্গে থাকছেন তিশমা। করোনার এই সময়ে ঘরবন্দী কাটলেও মাঝেমধ্যে বের হন। ঘোরাঘুরি করতে নয়। তাহলে কী? কথায় কথায় তিশমা জানালেন, 'আমরা সবাই এই সময়টায় অসহায় ও অসচ্ছ্বল মানুষের পাশে আছি। আমিও আমার মতো করে কিছু করছি। একই সঙ্গে ঢাকার রাস্তায় কুকুর–বিড়ালসহ আরও পশুপাখি খাবারের কষ্টে আছে। আমি তাদের খাবার দিতে রাস্তায় বের হই। মানুষের জন্য কিছু করার পাশাপাশি পশুদের যেন ভুলে না যাই, তাই।'

স্টেজ শো করছেন না, নতুন গানও মুক্তি দিচ্ছেন না। তাহলে শুধুই পড়াশোনায় নিয়ে ডুবে আছেন? তিশমা বললেন, 'হয়তো নতুন গান মুক্তি দিচ্ছি না। কিন্তু আমার মতো করে কাজ করছি। ঘরে বসে থাকলেও কাজ থেমে নেই। সামনে বেশ কিছু গান প্রকাশিত হবে। শ্রোতারা চোখ–কান খোলা রাখলে দেখতে পাবেন।'

তিশমা। ছবি: সংগৃহীত

করোনার এই সময়টায়ও ঘরে বসে বেশ কয়েকটি গান কাভার করেছেন তিশমা। মাইকেল জ্যাকসনের গাওয়া এই গানগুলো শিগগিরই সিরিজ আকারে প্রকাশ করবেন বলে জানালেন।
ঢাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখা পড়া করেছেন। একটিতে স্নাতক করেছেন, অন্যটি চলছে। দুটি বিষয়ের ক্লাস, অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনের চাপে গানে অনিয়মিত হতে বাধ্য হন। তিশমা জানালেন, সত্যিই বড় রকমের গ্যাপ হয়ে গেছে।

তবে পড়াশোনার পাশাপাশি ব্যক্তিগত কিছু কারণও ছিল, তাই স্টেজ শো আর নতুন গান প্রকাশে অনিয়মিত হয়ে পড়েন। কী সেই ব্যক্তিগত কারণ তা কোনোভাবে জানাতে চাইলেন না জনপ্রিয় এই গায়িকা। তিশমার সর্বশেষ গানের অ্যালবাম এক্সপেরিমেন্ট প্রকাশিত হয় ২০১৮ সালে। প্রথম অ্যালবাম তারা প্রকাশিত হয় দেড় যুগ আগে। চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই গায়িকা।
২০০৩ সালে তিশমার প্রথম একক গানের অ্যালবাম তারা প্রকাশিত হয়। হিটও হয়। তিশমা পরিচিতি পান। টানা আট বছর অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে গান প্রকাশের পর ২০১১ সালে সিদ্ধান্ত নেন ওয়েবসাইটে গান প্রকাশ করবেন। এক্সপেরিমেন্ট নামে প্রথম অ্যালবাম অনলাইনে প্রকাশ করেন। এর আগে ৯টি একক অ্যালবাম প্রকাশিত হয় এই শিল্পীর। তিশমা জানালেন, 'এখন সবাই ডিজিটালি গান প্রকাশ করছে। অথচ আমি যখন অনলাইনে গান প্রকাশ করেছিলাম, তখন সবাই হাসাহাসিও করছিল।'