Thank you for trying Sticky AMP!!

চলে গেলেন অন্নপূর্ণা দেবী

অন্নপূর্ণা দেবী

চলে গেলেন শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী অন্নপূর্ণা দেবী। আজ শনিবার স্থানীয় সময় ভোর ৩টা ৫১ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

পদ্মভূষণ খেতাবপ্রাপ্ত অন্নপূর্ণা দেবী ভারতের মধ্যপ্রদেশের মাইহার শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী ওস্তাদ আলাউদ্দিন খাঁ, মা মদিনা বেগম। চার ভাইবোনের মধ্যে অন্নপূর্ণা ছিলেন সবার ছোট। সরোদশিল্পী ওস্তাদ আলী আকবর খাঁ তাঁর ভাই। সেনিয়া-মাইহার ঘরানায় তাঁর বাবার অবদান অনেক। মাত্র পাঁচ বছর বয়সে বাবার কাছে শুরু হয় তাঁর সংগীতশিক্ষা।

পণ্ডিত রবিশঙ্কর ও অন্নপূর্ণা দেবী

অন্নপূর্ণা দেবী সুরবাহারে যন্ত্রসংগীত বাজাতেন। বিয়ে করেছিলেন কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্করকে। তাঁদের সন্তানের নাম শুভেন্দ্র শঙ্কর। একসময় তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। ১৯৯২ সালে মারা যায় শুভেন্দ্র। পরে ব্যবস্থাপনা পরামর্শক রুশিকুমার পাণ্ডেকে বিয়ে করেন অন্নপূর্ণা দেবী। তিনিও মারা যান ২০১৩ সালে।

অন্নপূর্ণা দেবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এনডিটিভি ও ডেকান ক্রনিকল