
শুধু সংগীতের জগতেই নয়, ফ্যাশন দুনিয়াতেও পরিচিত নাম ম্যাডোনা। ভক্তরা তাঁকে ডাকেন পপসংগীতের রানি বলে। লোকে বলেন, তাঁর নাকি বয়স বাড়ে না। ৬৩ বছর বয়সেও যেন যৌবন ধরে রেখেছেন এই তারকা। হলিউড সুপারস্টার গায়িকা মাঝেমধ্যেই ধরা দেন সাহসী পোশাকে। আর এই সাহসী আচরণের জন্য মাঝেমধ্যে সমালোচনার মুখে পড়তে হয় এই পপ গায়িকাকে। এবার ইনস্টাগ্রামে নগ্নতা ছড়ানোর অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
শাস্তিস্বরূপ ম্যাডোনার ওপর মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম থেকে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। লাইভ ভিডিও শেয়ার করতে পারবেন না গায়িকা। ইনস্টাগ্রামে তাঁর ভক্তের সংখ্যা ১ কোটি ৮০ লাখ।
ম্যাডোনা জানিয়েছেন, ভক্তদের উদ্দেশে সরাসরি ভিডিও সম্প্রচার করতে গিয়ে তিনি জানতে পারেন যে তাঁর ওপর এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ বিষয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি তিনি। বিরক্তি প্রকাশ করে ম্যাডোনা জানান, ‘পুরো ঘটনায় আমি বাক্রুদ্ধ। এত পোশাক আমি কোনো দিনই পরিনি, এখন যা পরে আছি। তারা কী বলতে চাইছে? আশ্চর্যজনক!’
পাশাপাশি তাঁর দাবি, ইনস্টাগ্রাম থেকে নির্দিষ্ট করে কিছু বলাও হচ্ছে না যে ঠিক কোন পোস্টের কারণে এমন নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো তাঁকে। ম্যাডোনা ইনস্টাগ্রামের নগ্নতা–সম্পর্কিত গাইডলাইন লঙ্ঘন করেছেন, এমনটা জানানো হয়েছে ইনস্টাগ্রাম থেকে। গায়িকার লাইভ ফিচারটি বন্ধ করে দিয়ে ইনস্টাগ্রাম থেকে তাঁকে আরও জানানো হয়েছে, ‘এই প্ল্যাটফর্মের অন্যদের সম্মান জানিয়ে এবং আইন মেনে চলতে হবে। ইনস্টাগ্রামে সবাইকে সম্মান করুন, ভক্তদের বিরক্ত করবেন না বা নগ্নতা পোস্ট করবেন না।’
এর আগে ২০২১ সালের নভেম্বরে ‘পাপা ডোন্ট প্রিচ’ গায়িকার বেশ কিছু ছবি কোনো রকম সতর্কবার্তা ছাড়াই মুছে দিয়েছিল ইনস্টাগ্রাম। নগ্ন অবয়বের কারণে তখন ম্যাডোনার ছবিগুলো ডিলিট করা হয়েছিল।