Thank you for trying Sticky AMP!!

বব ডিলানের গিটারের দাম পাঁচ লাখ ডলার

বব ডিলানের ব্যবহার করা গিটার

কবি ও গায়ক বব ডিলানের ব্যবহার করা একটি গিটারের নিলামে মূল্য উঠেছে প্রায় পাঁচ লাখ ডলার। বব ডিলানের গিটারটি ফোক সংগীত থেকে রক সংগীতে শৈল্পিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফেন্ডার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট করপোরেশনের তৈরি ফেন্ডার টেলিকাস্টার গিটারটির মালিক ছিলেন ডিলানের গিটারিস্ট কানাডার সংগীতশিল্পী ও গীতিকার রোববিই বরার্টসন। ১৯৬৫ সাল থেকে ডিলান, এরিক ক্ল্যাপটন এবং জর্জ হ্যারিসন গিটারটি ব্যবহার করেছেন। জুলিয়েন্স অকশন হাউস সম্প্রতি এ কথা জানায়।

নিলাম কর্তৃপক্ষ আশা করেছিল, গিটারটির দাম ৪ থেকে ৬ লাখ ডলারের মধ্যে হবে। অকশনে এটির দর উঠেছে ৪ লাখ ৯৫ হাজার ডলার।

গত শনিবারের নিলামে জর্জ হ্যারিসনের প্রথম ইলেকট্রিক গিটারের দাম উঠেছে ৪০ হাজার ডলার, ১৯৬৮ সালে এলভিস প্রিসলির জন্য তৈরি ফেন্ডার টেলিকাস্টারের দাম উঠেছে ১ লাখ ১৫ হাজার ২০০ ডলার। এলভিস প্রিসলির আইটেমগুলোর দাম এখনো চড়া। ১৯৭২ সালে হাওয়াইয়ে কনসার্টে পরা জমকালো এলভিস বেল্ট বিক্রি হয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৪০০ ডলারে। বাসস