Thank you for trying Sticky AMP!!

বুলবুল স্মরণে সংগীতানুষ্ঠান

অনুষ্ঠানে গান গাইছেন নিবেদন–এর শিল্পীরা। ছবি: প্রথম আলো

মুক্তিযোদ্ধা–সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর করা জনপ্রিয় গানগুলো নিয়ে স্মৃতিময় এক সংগীতসন্ধ্যার আয়োজন করে গানের দল নিবেদন। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনের শুরুতেই সম্মেলক কণ্ঠে নিবেদনের শিল্পীরা গেয়ে শোনান ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ গানটি।

এরপর আলোচনা করেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, বাচিক শিল্পী আশরাফুল আলম, সংগীত পরিচালক শেখ সাদী খান ও পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ রায়। এ সময় সুবীর নন্দী, আলাউদ্দীন আলীসহ চিকিৎসাধীন শিল্পীদের রোগমুক্তি কামনা করা হয়। আলোচনা পর্ব শেষে শুরু হয় সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন শামীমা পারভীন, খলিল আহমেদ, রজত দত্ত, সঞ্জয় কবিরাজ, লীনা দাশ প্রমুখ। তাঁরা গেয়ে শোনান ‘সব ক’টা জানালা’, ‘নদী চায় চলতে’, ‘যে প্রেম স্বর্গ থেকে’, ‘অনেক সাধনার পরে’, ‘মাগো আর তোমাকে ঘুম’, ‘চিঠি লিখেছে বউ আমার’, ‘আমার সারা দেহ খেয়ো’, ‘আমার বাবার মুখে প্রথম’, ‘আমার বুকের মধ্যিখানে’ গানগুলো।