বুশরা-সুমিত দম্পতির ‘একশো নালিশ’

তাদের বিয়ে হয়েছে সাত দিন। এখনো সংসার সেভাবে গড়ে ওঠেনি। কল্পনাবিলাসী বুশরার বিয়ে–পরবর্তী জীবন নিয়ে হাজারো স্বপ্ন ও কল্পনা থাকলেও অন্তর্মুখী স্বভাবের সুমিত নববধূ বুশরার সেই সব চাওয়া-পাওয়াকে পুরোপুরি বুঝে উঠতে পারে না। বুশরার মনে বাড়তে থাকে চাপা অভিমান। আর সেই অভিমানগুলোকে সে এক এক করে লিখতে থাকে তার ‘নালিশ খাতায়’।
বুশরা ও সুমিত দম্পতির মধ্যকার খুনসুটি ও মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে গায়িকা বুশরা শাহরিয়ারের নতুন মিউজিক ভিডিও ‘একশো নালিশ’। গানটির কথা ও সুর করেছেন বুশরা নিজেই। আর সংগীতায়োজনে ছিলেন সাজিদ সরকার। গল্পে গায়িকার বিপরীতে দেখা যাবে অভিনেতা ও মডেল সুমিত সেনগুপ্তকে।

প্রেক্ষাগৃহ ভিজ্যুয়াল ফ্যাক্টরির নির্দেশনায় মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন বিজয় কর্মকার। বুশরা বলেন, ‘এটি একটি গানের ভিডিও হলেও পুরো ভিডিওটি গল্প আকারে এসেছে। এক দম্পতির গল্প। গতানুগতিকের বাইরে গিয়ে একটু অন্য রকম করে মিউজিক ভিডিওটি করার চেষ্টা করেছি আমরা। দেখতে বসে দর্শক গানের মধ্যে গল্প খুঁজে পাবেন। খারাপ লাগবে না।’

জোড়া গানের পর ক্যাম্পাসে হিট বাংলাদেশের বুশরা শাহরিয়ার। ছবি: আনন্দ

তিনি আরও বলেন, ‘আবার দীর্ঘদিন পর গানে ফিরলাম। মাঝে পড়াশোনার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন থেকে নিয়মিত গ্যাপে আমার গান পাওয়া যাবে।’ এই মাসের ৩০ তারিখে তাঁর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।
এর আগে বুশরার বেশ কিছু গান প্রকাশ পেয়েছিল। এর মধ্যে আছে ‘তোমার যদি’, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘খেলাধুলার বাংলাদেশ’ ও ‘গল্প হবি আয়’।