
প্রথম আলো অনলাইনের ‘দারাজ প্রেজেন্টস গানবাজ’ অনুষ্ঠানটি আজ সাজবে ভালোবাসা দিবসের আবহে। আজকের এই বিশেষ পর্বে গান করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। সন্ধ্যা সাতটায় প্রথম আলো ফেসবুক পেজে অনুষ্ঠানটি সবাই সরাসরি দেখতে পাবেন। পরে অনুষ্ঠানটি দর্শকেরা নিজেদের পছন্দমতো সময়ে দেখতে পাবেন প্রথম আলোর ওয়েব পেজ আর ইউটিউব চ্যানেলে। এবিসি রেডিওতে কাল শুক্রবার বিকেল চারটায় শোনা যাবে অনুষ্ঠানটি। আজকের আয়োজন সঞ্চালনা করবেন গাজী শারমীন আহমেদ (আরজে শারমীন)।
আজকের বিশেষ গানবাজ–এ ফাহমিদা নবী শোনাবেন তাঁর জনপ্রিয় কিছু ভালোবাসার গান। এই শিল্পীর কাছে তাঁর পরিবেশনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শ্রোতারা আমাকে বলেন ভালোবাসার গানের রানি। আজ তাই তাঁদের জন্য শুধুই ভালোবাসার গানগুলো গাইব। এই গান দিয়ে যদি মানুষকে একটু হলেও ভালোবাসতে শেখাতে পারি, সেটাই হবে সার্থকতা। এই সময়টায় আমাদের জন্য ভালোবাসতে শেখার প্রয়োজন খুবই।’