Thank you for trying Sticky AMP!!

মাসে একটি করে গান করবেন বালাম

বালাম

বেশ কয়েক বছর ধরেই খুব একটা আলোচনায় নেই সংগীতশিল্পী বালাম। সম্প্রতি এলআরবি ব্যান্ডে যুক্ত হওয়া নিয়ে আলোচনায় আসেন। তবে গান নিয়ে খুব একটা কাজ করতে দেখা যায়নি তাঁকে। জানালেন, গান নিয়ে কাজ করতে বদ্ধপরিকর তিনি। প্রতি মাসে একটি করে গান প্রকাশ করবেন। সেটি তাঁর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেতে পারে, আবার অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও প্রকাশিত হতে পারে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গান নিয়ে এ পরিকল্পনার কথা জানান এই সংগীতশিল্পী।

তিনি বলেন, ‘অতীত নিয়ে আর ভাবতে চাই না। বেশ কিছু দিন ধরেই ভাবছি, গানে আবার নিয়মিত হওয়া দরকার। বেশ কয়েকটি গান গত কয়েক বছরে তৈরিও করেছি। জমা থাকা এসব গান আরেকটু গুছিয়ে শ্রোতাদের হাতে তুলে দিতে চাই। এ মাসের শেষ থেকে শুরু হচ্ছে এই আয়োজন। প্রতি মাসে একটি করে গান তুলে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।’

তবে শুধু একক গান নয়, দ্বৈত গান করারও পরিকল্পনা আছে বালামের। তিনি জানান, ‘শুধু নিজের জন্য নয়, মেধাবী অন্য শিল্পীদের জন্যও গান বানাব। তরুণ শিল্পীদের সঙ্গে দ্বৈত গান প্রকাশের পরিকল্পনাও আছে আমার।’

এক যুগ আগে ওয়ারফেজ ছেড়ে বালাম একক গানের ক্যারিয়ার গড়ে তোলেন। নিজের নামে প্রকাশিত প্রথম অ্যালবাম তুমুল জনপ্রিয় হয়। টানা পাঁচ বছর গান করার পর হঠাৎ গানে অনিয়মিত হয়ে যান এই সংগীতশিল্পী। চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘হঠাৎ’ শিরোনামের একটি গান মুক্তি পায়।