Thank you for trying Sticky AMP!!

তৌসিফ আহমেদ

সংগীতশিল্পী তৌসিফের হার্ট অ্যাটাক

ফেসবুকে রোববার পোস্ট দিয়ে সংগীতশিল্পী তৌসিফ জানান, ‘গতকাল হার্ট অ্যাটাক করেছি।’ এরপর যোগাযোগ করা হলে প্রথম আলোকে জানালেন, গতকাল শনিবার ইফতারের আগে তাঁর হার্ট অ্যাটাক হয়। এরপর রাতেই ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি হন। ছয় ঘণ্টা পর্যবেক্ষণে থাকার পর বাসায় চলে যান তিনি। বিষয়টি রোববার সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন তৌসিফ।
তৌসিফ বললেন, ‘গতকাল ইফতারের আগে হার্ট অ্যাটাক হয়। এরপর ইবনে সিনা হাসপাতালের ইমার্জেন্সিতে যাই। খুব অল্প সময়ের মধ্যে কার্ডিওলজিস্ট চলে আসেন। জরুরি ট্রিটমেন্ট দেওয়ার পর ছয় ঘণ্টা অবজার্ভ করে তারপর বাসায় আসার অনুমতি দিয়েছে। আসলে তারা কার্ডিওলজি ইউনিটে ভর্তি হতে বলেছিল।’

কথায় কথায় তৌসিফ বলেন, ‘বাসায় কেউ ছিল না। আমার পরিবারের সবাই ঈদ করতে গ্রামে গিয়েছে। নিজেই হাসপাতালে গিয়েছি, চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পারেন হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। আরও পরীক্ষা-নিরীক্ষার পর ব্লক ধরা পড়ে।’

তৌসিফ আহমেদ

‘বৃষ্টি ঝরে যায়’, ‘দূরে কোথাও’, ‘আমারে ছাড়িয়া’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’—এমন সব গানের শিল্পী তৌসিফ আহমেদ। তবে ‘বৃষ্টি ঝরে যায়’ গানটির মাধ্যমে নিজেকে সবার কাছে বেশি করে চিনিয়েছেন তিনি।

তৌসিফ আহমেদ

তারপর বিভিন্ন দিবসে অ্যালবামও প্রকাশ পেয়েছে। কিন্তু কোনো গানই ‘বৃষ্টি ঝরে যায়’ গানটির জনপ্রিয়তাকে ছাড়িয়ে যেতে পারেনি। ২০২০ সালে তাঁর গাওয়া ‘চোখে মেঘ জমেছে’ গানের ভিডিও প্রকাশিত হয়। দুই বছরের মাথায় ‘ভালোবাস কি না’ শিরোনামে নতুন আরেকটি গান নিয়ে হাজির হচ্ছেন তৌসিফ। সপ্তাহখানেকের মধ্যে গানটি প্রকাশিত হবে বলে জানালেন শিল্পী।