Thank you for trying Sticky AMP!!

স্বর্ণযুগের শিল্পী নির্মলা মিশ্র গুরুতর অসুস্থ

নির্মলা মিশ্র

বাংলা গানের স্বর্ণযুগের শিল্পী নির্মলা মিশ্র গুরুতর অসুস্থ। গতকাল শনিবার বিকেলে ফুসফুসে সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের একটি বেসরকারি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়েছে। এমনিতে দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন। গতকাল তাঁর রক্তচাপ কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে নিতে হয়েছে। নির্মলা মিশ্রের বয়স ৭৯ বছর।
এর আগে এ বছরের জুলাই মাসে নির্মলা মিশ্র একবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সর্বশেষ খবরে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল। আজ রোববার তাঁর কোভিড পরীক্ষা হবে। তারপর চিকিৎসকেরা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে তাঁর শরীরের নানা পরীক্ষা শুরু হয়েছে।

নির্মলা মিশ্র

নির্মলা মিশ্রের জন্ম দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে এক সংগীত পরিবারে। তিনি বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম প্রতিনিধি। তাঁর কণ্ঠে গাওয়া ‘এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতাপাখি রে শিকল খুলে উড়িয়ে দেব’, ‘তোমার আকাশ দুটি চোখে’ যুগ যুগ ধরে দুই বাংলার মনে জেগে আছে। তিনি চলচ্চিত্রেও নেপথ্য কণ্ঠ দিয়েছেন। বাংলা গানের প্রথিতযশা শিল্পী মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর যুগের বাংলা আধুনিক গানের এক নামী শিল্পী নির্মলা মিশ্র।