Thank you for trying Sticky AMP!!

'দাদা বলেছেন, কনসার্ট আয়োজন করতে'

এন্ড্রু কিশোর। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘এন্ড্রু কিশোর দাদা কনসার্ট আয়োজন করতে বলেছেন। দাদা অনুরোধ করেছেন, তাঁর চিকিৎসায় সহযোগিতার জন্য তহবিল গঠন করতে। তাই আমরা বড় কিছু আয়োজনের পরিকল্পনা করেছি।’ বললেন আলমগীর খান। আজ বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোকে তিনি আরও বলেছেন, ‘আগামী ২০ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে এই অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। চলবে মধ্যরাত পর্যন্ত। এরই মধ্যে বেবি নাজনীন, বাপ্পা মজুমদার ও সামিনা চৌধুরীর সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা সেদিন গান করবেন। এ ছাড়া আরও চমক রাখার পরিকল্পনা হচ্ছে। আশা করছি, এন্ড্রু কিশোর দাদার চিকিৎসার তহবিল গঠনের জন্য আমরা একটা আকর্ষণীয় অনুষ্ঠান আয়োজন করতে পারব।’

বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ক্যানসারে আক্রান্ত। এখন তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর থেকে তিনি সেখানে আছেন। গত রোববার প্রথম আলোকে তিনি জানান, এ পর্যায়ের চিকিৎসার জন্য আগামী ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে সেখানে। গত ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ৩টি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি দেওয়া হবে। তাঁর এই চিকিৎসা সম্পন্ন করার জন্য আরও ২ কোটি ১০ লাখ টাকা প্রয়োজন।

এরই মধ্যে জানা গেছে, এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য প্রয়োজন দুই কোটিরও বেশি টাকা। এই ব্যয় সামাল দিতে অনলাইনে তহবিল গঠনের আবেদন করেছেন তাঁর স্ত্রী লিপিকা এন্ড্রু। ‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে এটি করা হয়েছে। সেখানে লিপিকা এন্ড্রু জানান, শিল্পীর শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া গেছে। অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘকালীন এ চিকিৎসার তেমন কোনো পূর্বপ্রস্তুতি না নিয়েই সিঙ্গাপুরে যান তাঁরা। কিন্তু চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়।

হাসপাতালের চিকিৎসা বোর্ডের কাগজপত্র নিয়ে সিঙ্গাপুরপ্রবাসী বাংলাদেশিরা এই অনলাইন ফান্ডিংয়ের পেজ চালু করেন। বাংলাদেশের চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের এই গায়ক বললেন, ‘এমনটি আমি চাইনি। বাধ্য হয়ে এটি খুলতে হয়েছে। আর পারছি না।’

যুক্তরাষ্ট্রে এই অনুষ্ঠানটি আয়োজন করছে শোটাইম মিউজিক। এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর খান বলেছেন, ‘অনেকে দাদার পাশে দাঁড়িয়েছেন। যে কেউ ইচ্ছে করলেই হাত বাড়িয়ে এন্ড্রু কিশোর দাদার পাশে থাকতে পারেন। সবার একটু ভালোবাসা আবার এন্ড্রু কিশোর দাদাকে ফিরিয়ে আনতে পারে আমাদের মাঝে।’