সিডনিতে গাইছে ওয়ারফেজ। ছবি: আকাশ দে
সিডনিতে গাইছে ওয়ারফেজ। ছবি: আকাশ দে

সিডনি মাতিয়ে গেল ওয়ারফেজ

৪০ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় কনসার্ট ট্যুর করছে ওয়ারফেজ। বাংলাদেশের হেভি মেটাল ব্যান্ডটি গত শনিবার সিডনির নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের সায়েন্স থিয়েটার মঞ্চে পারফর্ম করে। স্থানীয় শিল্পী মিতুল হক ও লরা হকের ফিউশন সংগীত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর মঞ্চে আসে ওয়ারফেজ, দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে মাতিয়ে রাখে পুরোটা সময়

সিডনিতে গাইছে ওয়ারফেজ। ছবি: আকাশ দে

নিয়মিত সদস্য ছাড়াও সাবেক সদস্য বাবনা করিমের অংশগ্রহণের কারণে সিডনির কনসার্টটি হয়ে ওঠে আরও স্মরণীয়।

অনুষ্ঠানে উপস্থিত সিডনির আলোকচিত্রশিল্পী ও স্কুবা ডাইভিং প্রশিক্ষক ফাহাদ আসমার বলেন, ‘ওয়ারফেজের সঙ্গেই আমাদের বেড়ে ওঠা।

সিডনিতে গাইছে ওয়ারফেজ। ছবি: প্রথম আলো

আমাদের প্রবাসজীবনে তাদের সংগীত বাংলাদেশের স্মৃতি ফিরিয়ে আনে। ৪০ বছর পূর্তি উদ্‌যাপনের এই কনসার্টটি ছিল এক অনন্য অভিজ্ঞতা।’

সিডনির শিক্ষক ও নৃত্যশিল্পী আশা গাজী বলেন, ‘ওয়ারফেজের পারফরম্যান্স ছিল অসাধারণ। তাদের প্রতিটি গান আমাদের মনে এক নতুন শক্তি জোগাল। বিশেষ করে পলাশ নূরের কণ্ঠে মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান “বিট ইট” শুনে আমি আবেগাপ্লুত হয়ে পড়ি।’

১ ফেব্রুয়ারি পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে শুরু হয় ওয়ারফেজের এই অস্ট্রেলিয়া ট্যুর। মেলবোর্ন, সিডনি হয়ে এরপর তারা যাবে ব্রিসবেনে। ২৩ ফেব্রুয়ারি অ্যাডিলেডে শেষ হবে ট্যুর। চার দশক পূর্তি উপলক্ষে দেশেও একটি বড় পরিসরের রিইউনিয়ন কনসার্টের পরিকল্পনা করছে ওয়ারফেজ।

অনুষ্ঠানটি আয়োজন করে সিডনির দেশি ইভেন্টস ও পথ প্রোডাকশনস।