এবার এআইয়ের মতে সর্বকালের সেরা ১০ গানের তালিকা প্রকাশ করেছে অল বিজনেস ডটকম
এবার এআইয়ের মতে সর্বকালের সেরা ১০ গানের তালিকা প্রকাশ করেছে অল বিজনেস ডটকম

সর্বকালের সেরা ১০ গান

একাধিক সংবাদমাধ্যম সর্বকালের সেরা গানের তালিকা প্রকাশ করেছে। এসব তালিকা নিয়ে চর্চারও শেষ নেই। এর মধ্যে রোলিং স্টোন, বিবিসির তালিকা আলাদাভাবে সংগীতপ্রেমীদের নজর কেড়েছে। এবার এআইয়ের মতে সর্বকালের সেরা ১০ গানের তালিকা প্রকাশ করেছে অল বিজনেস ডটকম। পরে তালিকাটি প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন।

১. ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ (কুইন)
কুইন ব্যান্ডের বিখ্যাত গানটি প্রকাশিত হয়েছে ১৯৭৫ সালে। রক ধাঁচের গানটির কথা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। গানটির সুর করেছেন ফ্রেডি মার্কারি।

গাইছেন ফ্রেডি মার্কারি

২. ‘ইমাজিন’ (জন লেনন)
১৯৭১ সালে বিশ্বব্যাপী হানাহানির মধ্যে শান্তির বার্তা নিয়ে এসেছিল জন লেননের ‘ইমাজিন’ গানটি। রক অ্যান্ড রোলসের সেই ঝাঁকানাকা যুগে আড়ম্বরহীন সাদাসিধে এ গানই কথার জোরে কাঁপিয়ে দিল পুরো বিশ্বকে।

নিউইয়র্ক নগরে জন লেনন। ১৯৭৭ সালের ১৮ জুন

৩. ‘রোলিং স্টোন’ (বব ডিলান)
কথার গভীরতা ও হৃদয়ছোঁয়া সাউন্ডের গানটির শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ছয় মিনিটের গানটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়েছে। এটি বব জিলানের পছন্দের গানের মধ্যে একটি। গানটি ১৯৬৫ সালে রেকর্ড করার পর ডিলান বলেছিলেন, ‘আমি এটি লিখেছি। আমি ব্যর্থ হইনি। এটা একদমই সোজা কথায় লেখা।’

বব ডিলান। রয়টার্স

৪. ‘বিলি জিন’ (মাইকেল জ্যাকসন)
একটি শিশুকে পিতৃত্বের অধিকার থেকে বঞ্চিত করার বিষয়বস্তু নিয়ে ‘বিলি জিন’ গানটি লিখেছিলেন মাইকেল জ্যাকসন। ১৯৮৩ সালে প্রকাশিত গানটি মাইকেল জ্যাকসনকে আন্তর্জাতিক পপ আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মাইকেল জ্যাকসন

৫. ‘স্টেয়ারওয়ে টু হ্যাভেন’ (লেড জেপেলিন)
ব্রিটিশ রক ব্যান্ড লেড জেপেলিনের গানটি প্রকাশিত হয়েছে ১৯৭১ সালে। হার্ড রক ঘরানার গানটি শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয়।

৬. ‘হোয়াটস গোয়িং অন’ (মার্ভিন গে)
১৯৭০ সালের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় গানটি করেছেন মার্কিন গায়ক মার্ভিন গে। গানটি প্রকাশিত হয়েছে ১৯৭১ সালে।

নির্ভানা

৭. ‘স্মেলস লাইক টিন স্পিরিট’ (নির্ভানা)
গানটি ১৯৯১ সালের শুরুর দিকে প্রকাশ পায়। গানটি অল্প সময়ে ‘বেস্ট সেলিং সং’–এর তালিকায় চলে আসে। নির্ভানার সবচেয়ে জনপ্রিয় গানের একটি। অন্য গানের মতো এটিও সংগীত ইন্ডাস্ট্রির হিসাব অনেকটাই বদলে দেয়।

বিটলস

৮. ‘হেই জুড’ (বিটলস)
‘হেই জুড, ডোন্ট মেইক ইট ব্যাড/ টেক আ স্যাড সং অ্যান্ড মেইক ইট বেটার’, ১৯৬৮ সালে রিলিজ হওয়ার পর ‘বিটলস’–এর গানটি গোটা দুনিয়া মাতিয়ে তুলেছিল।

৯. ‘হোটেল কালিফোর্নিয়া’ (ইগলস)
মার্কিন রক ব্যান্ড ইগলসের ‘হোটেল কালিফোর্নিয়া’ গানটি প্রকাশিত হয়েছে ১৯৭৬ সালে। গিটার সলো ও ভুতুড়ে কথা গানটিকে আলাদা করেছে।

১০. ‘রেসপেক্ট’ (আরিথা ফ্র্যাঙ্কলিন)
গানটি প্রকাশের পর গায়িকা খ্যাতি পেয়েছিলেন ‘কুইন অব সৌল’ নামে। এই একটি গান তাঁর ক্যারিয়ার একেবারেই বদলে দেয়। কারণ, গায়িকার ক্যারিয়ারে এই প্রথম কোনো গান হিট হয়। এটা তাঁকে ক্যারিয়ারে স্টাবলিশ করে। গানটির শিরোনাম ‘রেসপেক্ট’। এটি গেয়েছেন আরিথা ফ্র্যাঙ্কলিন। ১৯৬৭ সালে প্রকাশ পাওয়া গানটি এখনো পছন্দের শীর্ষে রয়েছে।