বাংলাদেশের ব্যান্ড মাইলস এবার মাতিয়ে তুলল সিডনির প্রবাসী চিকিৎসকদের গালা নাইট। বাংলাদেশ মেডিকেল সোসাইটি নিউ সাউথ ওয়েলসের আয়োজনে পেনরিথের পুলম্যান হোটেলের অভিজাত পরিবেশে গত শনিবার অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক উৎসব।
রাতের এই জমকালো আয়োজনে অংশ নেন নিউ সাউথ ওয়েলসের পাঁচ শতাধিক বাংলাদেশি চিকিৎসক ও তাঁদের পরিবার। সন্ধ্যার সূচনা হয় স্থানীয় শিল্পী অভিজিৎ ও প্রিয়াঙ্কার সুরেলা পরিবেশনার মধ্য দিয়ে, যা পরবর্তী সময়ে রূপ নেয় মাইলসের মনোমুগ্ধকর পারফরম্যান্সে। নিখুঁত শব্দবিন্যাস ও চমৎকার আলো-ছায়ার মধ্য দিয়ে একসময় মঞ্চে আসেন মাইলস সদস্যরা, আর তখন থেকেই একের পর এক জনপ্রিয় গানে উন্মাদনায় ভরে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। ‘চাঁদতারা’, ‘ফিরিয়ে দাও’, ‘জ্বালা জ্বালা’—এই চিরকালীন গানগুলোর ঝংকারে সিডনির পরিবেশ হয়ে ওঠে যেন একটুকরা বাংলাদেশ।
এদিন মাইলসের লাইভ পারফরম্যান্সে অংশ নেন দলের মূল সদস্যরা—হামিন আহমেদ (ড্রামস ও ভোকাল), মানাম আহমেদ (কি–বোর্ড ও ভোকাল), সৈয়দ জিয়াউর রহমান তুর্য (ভোকাল ও গিটার), ইকবাল আসিফ জুয়েল (গিটার) এবং মোরশেদ খান (বেজ গিটার)। পূর্ণাঙ্গ এই উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও শক্তিশালী।
প্রথম আলোকে মানাম আহমেদ বলেন, ‘চিকিৎসকদের এই আয়োজন আমাদের জন্য ছিল অত্যন্ত সম্মানের। সিডনিতে এত বাংলাদেশি চিকিৎসকের সফলতা দেখে গর্বে বুক ভরে গেছে। আর ডা. ফাইজুর রেজা ইমনকে বিশেষ ধন্যবাদ জানাই তাঁর অক্লান্ত পরিশ্রমের জন্য।’
অন্যদিকে ব্যান্ডের প্রাণপুরুষ, ড্রামার ও ভোকালিস্ট হামিন আহমেদ বলেন, ‘এই সন্ধ্যাকে আমি শুধু একটি পারফরম্যান্স বলেই দেখি না। এটি ছিল এক সম্মিলিত ভালোবাসার উদ্যাপন। সিডনিতে এসে এত বাংলাদেশি চিকিৎসককে একসঙ্গে দেখে আমি অভিভূত। তাঁরা শুধু চিকিৎসক নন—তাঁরা আমাদের গর্ব, আমাদের দেশীয় চেতনাকে প্রবাসে টিকিয়ে রাখার এক একটি জীবন্ত প্রতীক।’
হামিন আহমেদ আরও বলেন, ‘গান যেমন মানুষের আত্মাকে ছুঁয়ে যায়, চিকিৎসাও তেমনি শরীরের সঙ্গে সঙ্গে মনকেও নিরাময় করে। আজকের এই আয়োজনে আমরা যেন একযোগে দুটো শক্তির মিলন দেখলাম—সুর আর সেবা। এ ধরনের মিলন খুব বেশি দেখা যায় না।’
হামিন আহমেদ আরও যোগ করেন, ‘আমরা মাইলসে সব সময়ই চেষ্টা করি গান দিয়ে মানুষের মনে একটুখানি আলো ছড়াতে। আজ এখানে এসে মনে হচ্ছে, চিকিৎসকেরা প্রতিদিন যেটা করেন, আমরা সেটাই করি একটু ভিন্নভাবে—তাঁরা ওষুধে, আমরা সুরে।’
হামিন আহমেদ বিশেষভাবে ধন্যবাদ জানান সংগঠনের প্রেসিডেন্ট ডা. নাজমুন নাহার ও সাবেক প্রেসিডেন্ট ডা. রেজা আলীকে, যাঁদের উদ্যোগ ও প্রচেষ্টায় এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। হামিন আহমেদ বলেন, ‘সিডনি হচ্ছে মায়ার শহর, এখানে যতবার আসি, ততবার ভালো লাগে। আবার আসছি আগামী অক্টোবরে।’
অনুষ্ঠানে এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় ডা. মতিউর রহমান, ডা. শায়লা ইসলাম ও ডা. রাশিদ আহমেদকে। অনুষ্ঠান সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শেখ হায়দার তপু বলেন, ‘মাইলসের গান শুনে মনে হলো যেন বাংলাদেশের মাটি ছুঁয়ে গেলাম।’
সাংস্কৃতিক সম্পাদক ডা. মাসুদ পারভেজ বলেন, ‘অনুষ্ঠান দেখে, নেচেগেয়ে আমরা যেন একেবারে তরতাজা হয়ে ফিরেছি। এটা শুধু একটা শো ছিল না, অনেকটা থেরাপির মতো অনুভূতি হয়েছে।’
আসছে পূর্ণাঙ্গ অস্ট্রেলিয়া ট্যুর
মাইলস ঘোষণা দিয়েছে, আগামী অক্টোবরে তারা সিডনি, মেলবোর্নসহ পাঁচটি শহরে কনসার্ট করবে।