Thank you for trying Sticky AMP!!

প্রিন্স মাহমুদ

এবার ‘বরবাদ’ করেছেন প্রিন্স মাহমুদ

ভালোবাসা, প্রেম বিরহের কী সুন্দর ধারাপাত রচনা করে চলেছেন তিনি! নব্বই দশকের সংগীত অনুরাগীদের ভালোবাসার নাম প্রিন্স মাহমুদ। তাঁর সুরে বুঁদ ভক্ত-শ্রোতারা। নব্বই দশক কেন আজকের এই দিন-এই সময় পর্যন্ত তিনি সমান জনপ্রিয়। আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘বেলাশেষে ফিরে এসে’, জেমসের ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, হাসানের ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগেসহ’ বহু কালজয়ী গানের স্রষ্টা প্রিন্স। ক্যাসেট–যুগ থেকে হালের ইউটিউব—সব যুগেই সমান প্রাসঙ্গিক এই সুরকার।

নব্বইয়ের দশক থেকে আজকের নতুন শিল্পী—তাঁর কথা এবং সুরে গান করার জন্য আগ্রহ দেখান কন্ঠশিল্পীরা। এ ক্ষেত্রে গানের খাতিরে নতুন-পুরোনোতে বাছবিচার করেন না এই মানুষ। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এবার নতুন গায়ক আলিফকে নিয়ে হাজির হয়েছেন প্রিন্স। এই শিল্পীর কণ্ঠে সুর তুলেছেন সবার হৃদয়ের খুব কাছের মানুষ প্রিন্স। বিষয়টি তাহলে খোলাসা করেই বলা যাক। ঈদ উপলক্ষে আসছে নায়ক শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। ‘প্রিয়তমার’ ‘ঈশ্বরে’র মতোই এই সিনেমার একটি গানেও সুর তুলেছেন প্রিন্স। গত বছর ‘ঈশ্বর’ গানটি, জনপ্রিয়তার নিরিখে দখল করে নিয়েছিল সেরাদের স্থান। তাই এবারও প্রিন্স মাহমুদকে হাতছাড়া করতে চাননি চলচ্চিত্রটির পরিচালক-প্রযোজকরা। গানের ভুবনের এই মহাতারকার হাতে তুলে দিয়েছেন রাজকুমারের গানও। যেই ভাবা সেই কাজ। প্রথম গান অর্থাৎ টাইটেল ট্র্যাক মুক্তির পর এবার আসছে প্রিন্স মাহমুদের সুর করা রাজকুমারের দ্বিতীয় গান ‘বরবাদ’।

প্রিন্স মাহমুদ

যেহেতু বরবাদের সুর করেছেন প্রিন্স মাহমুদ, সেহেতু এই গানও যে দর্শকশ্রোতাদের মুখে মুখে ফিরতে চলেছে, তা একরকম আশা করছেন ভক্তরা।

গানের কথাগুলোও দিচ্ছে তেমনই ইঙ্গিত, যেমন ‘কার জন্য ভেতর মাঝে ওলটপালট লাগে, কেনরে আদর আদর বড্ড মায়া লাগে, কার জন্য ভেতরটাতে আকাশ-পাহাড় আবেগ, কার জন্য আনন্দটা অভিমানী মেঘ, কেন এ টান, কেন এ গান, বোঝে না বোঝে না মন কি চাচ্ছি? ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি।’

‘বরবাদ’ নিয়ে কথা বলেছেন সুরকার প্রিন্স মাহমুদ। তাঁর মতে, ‘এটি একটি প্রেম এবং ভালোবাসার গান। যাঁরা ভালোবাসায় আছেন, তাঁরা বরবাদ হয়ে যাবেন—এমন সুর কথা ও গায়কী উঠে এসেছে গানে। গানটার মায়ায় পড়বে সবাই। নব্বই দশক এবং বর্তমান সময়ের দারুণ এক মেলবন্ধন। এই জেনারেশন এবং নব্বই দশকের জেনারেশন আমার কাছে যেমন গান শুনতে চায়, ঠিক সেই ধরনের। শুনলাম শাকিব নাকি খুব বেশি পছন্দ করেছে। আমরা সবাই আশাবাদী। দারুণ চিত্রায়ণ আর শাকিব খানের দুর্দান্ত পারফরমেন্সের সঙ্গে একাত্ম হয়ে গেছে বরবাদ। এটা শুধু এই সময়ের নয়, সব সময়েরই গান হবে। গানের কথা সুর-গায়কীতে যে নাটকীয়তা আছে, তা সবাইকে ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ।’

প্রিন্স মাহমুদ আরও বলেন, ‘আশা করছি দুই–এক দিনের মধ্যেই প্রকাশিত হবে গানটি। সম্ভবত আগামীকাল সন্ধ্যায়। ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেল থেকে আসবে নতুন গান বরবাদ। এখন মুক্তির পরেই বোঝা যাবে, কতটা হৃদয়ছোঁয়া হতে পারে শাকিবের সিনেমার নতুন গান বরবাদ।’