Thank you for trying Sticky AMP!!

কবীর সুমন

শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি, ফেসবুকে কবীর সুমন

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। জানা গেছে, তাঁকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। তাঁর শরীরে অন্য আর কোনো সমস্যা হয়েছে কি না, ঠিক কী কী অসুবিধার জন্য হঠাৎ ভর্তি করানো হলো, তা এখনো জানা যায়নি।

কবীর সুমন

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় সূত্রে জানা গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু হয়ে যায়। চিকিৎসকেরাও যত দ্রুত সম্ভব বোর্ড গঠন করে শুরু করেন চিকিৎসা। এখন কেমন আছেন ভারতীয় এই সংগীতশিল্পী, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

এদিকে ভারতীয় এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর ঘনিষ্ঠজন মনীষা দাশগুপ্ত ফেসবুক পোস্টে জানান, কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। চিকিৎসকদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।

কবীর সুমন

এদিকে আজ সোমবার সন্ধ্যায় কবীর সুমন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরই সেরে উঠব। চিন্তা করবেন না।’

গত বছরের নভেম্বরে শেষ ঢাকায় এসেছিলেন কবীর সুমন। তখন চার দিনের বাংলা খেয়াল কর্মশালার জন্য ঢাকায় আসেন তিনি। এর আগে তিনি ২০২২ সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন। তাঁর প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশিত হয় ১৯৯২ সালে।

বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হয় ২০২২ সালে। এ উপলক্ষে ঢাকায় ‘তোমাকে চাই–এর ৩০ বছর উদযাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানে অংশ নেন এই গায়ক।

ওই অনুষ্ঠানে নিজের অসুস্থতার কথা জানিয়ে কবীর সুমন বলেছিলেন, ‘আমার একটা অসুখ হয়েছে, এই অসুখের কারণে আমি যেমন হাতে লিখতে পারি না, তেমনই গিটারও বাজাতে পারি না। আর কোনো দিন পারব না। একটানা বসে থাকলেও সমস্যা হয়। মাঝে মাঝে মনে হয়, শুয়ে শুয়ে গান গাই! তবে এ জন্য আমার আলাদা কোনো দুঃখ নেই। গুরুদের কৃপায় আমি এখনো একটু একটু গান গাইতে পারি, এটাই আনন্দ।’