যৌন নিপীড়নের দায়ে দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড এনসিটির সাবেক সদস্য তেইলকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর ইয়োনহ্যাপের
আজ বৃহস্পতিবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ৩১ বছর বয়সী এই গায়ককে আটক করার আদেশ দেন আদালত।
এ মামলার সঙ্গে জড়িত তেইলের আরও দুই সহযোগীকেও একই মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে।
২০২৪ সালের জুনে সিউলে এক বিদেশি নারীকে তাঁরা যৌন নিপীড়ন করেছিলেন। এ বছরের মার্চে জামিনে থাকাকালে তিনজনকে অভিযুক্ত করা হয়।
আদালতের রায়ে বলা হয়, অপরাধের প্রকৃতি অত্যন্ত গুরুতর। কারণ, ভুক্তভোগী তখন মদ্যপ ছিলেন এবং প্রতিরোধের ক্ষমতা রাখতেন না।
আদালত নির্দেশ দিয়েছেন, দণ্ডিত ব্যক্তিদের প্রত্যেককে ৪০ ঘণ্টার একটি যৌন সহিংসতা প্রতিরোধবিষয়ক চিকিৎসা কর্মসূচিতে অংশ নিতে হবে। এর আগে আদালতে প্রসিকিউশন পক্ষ তাঁদের জন্য সাত বছরের কারাদণ্ড চেয়েছিল।
পুলিশি জিজ্ঞাসাবাদের পর গত বছরের আগস্টে তেইলকে এনসিটি থেকে বহিষ্কার করা হয়।