‘কিষ্কিন্ধা কানদাম’ সিনেমায় অভিনয় করে আলোচনায়, কে এই অপর্ণা?
হালের আলোচিত মালয়ালম সিনেমা ‘কিষ্কিন্ধা কানদাম’–এ অপর্ণা চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী অপর্ণা বালামুরালি। দ্য হিন্দু অবলম্বনে তাঁকে নিয়ে আরও তথ্য জানা যাক।
বিনোদন ডেস্ক
সিনেমায় দেখা গেছে, অজয়ের নববিবাহিত স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা। তিনি একজন কৌতূহলী নারী। বিয়ের পর শ্বশুর ও স্বামীর সঙ্গে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর চেষ্টা করেন
বিজ্ঞাপন
দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে অপর্ণা বলেন, গল্পটা পড়েই তাঁর ভালো লেগেছে। এটা অনেকটা প্রথম দেখায় প্রেমের মতো ঘটনা
বিজ্ঞাপন
বরাবরই প্রথাভাঙা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন অপর্ণা বালামুরালি। এর আগে ‘সুরারাই পতরু’ সিনেমায় অভিনয় করেছেন তিনিএক দশকের ক্যারিয়ারে ‘সানে হলিডে’, ‘রায়ান’সহ আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। মালয়ালমের পাশাপাশি তামিল সিনেমায়ও দেখা গেছে তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা অভিনেত্রীঅপর্ণার জন্ম ও বেড়ে ওঠা কেরালার ত্রিশুরে। পড়াশোনা করেছেন দেবামাথা সিএমআই পাবলিক স্কুলে