আজ ৮ ডিসেম্বর। ১৯৮০ সালের আজকের দিনে আততায়ীর গুলিতে মারা যান জন লেনন। কেবল এই শিল্পীই নন, জনপ্রিয় অনেক শিল্পীর জীবনই থেমে গিয়েছে আততায়ীর বুলেটে। লেননের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক এমন পাঁচটি ঘটনা
গত বছরের ২৯ মে গুলি করে খুন করা হয় পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালাকে। পাঞ্জাবের মানসা জেলার জাওহারকে গ্রামে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে নিহত হন। ভরা বাজারের মধ্যে তাঁকে লক্ষ্য করে ৩০টি গুলি চালানো হয়। এর ঠিক এক দিন আগেই মুসে ওয়ালার নিরাপত্তা আংশিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছিলনিউইয়র্ক শহরে আততায়ীর গুলিতে প্রাণ হারান ‘দ্য বিটলস্’ খ্যাত ব্রিটিশ গায়ক, গীতিকার জন লেনন। ৪০ বছর বয়সী শিল্পী তাঁর বহুতল অ্যাপার্টমেন্টে প্রবেশ করছিলেন। সেই সময়েই মার্ক ডেভিড চ্যাপম্যান নামক এক ব্যক্তি গুলি করে। তার কয়েক ঘণ্টা আগেই লেননের কাছে অটোগ্রাফ নিয়েছিলেন চ্যাপম্যান। চ্যাপম্যান জানিয়েছিলেন যে শুধু খ্যাতি পাওয়ার লক্ষ্যেই তিনি জনকে খুন করেন
১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় আততায়ীর হাতে প্রাণ যায় যুক্তরাষ্ট্রের র্যাপার টুপ্যাক শাকুর। তাঁর বয়স হয়েছিল ২৫। নেভাদার লাস ভেগাসের একটি রাস্তায় রাত ১২টা নাগাদ তাঁর গাড়িটি ট্র্যাফিক সিগন্যালে দাঁড়ায়। তখনই সাদা একটি গাড়ি থেকে নেমে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিল্পীর
বিজ্ঞাপন
খুন হয়েছিলেন নব্বইয়ের দশকের অন্যতম লাতিন গায়িকা সেলেনাও। সেলেনা ‘কুইন অব তেজানো’ নামেও পরিচিত ছিলেন। নিজের ‘ফ্যান ক্লাব’-এর সভাপতির বিরুদ্ধেই অর্থ তছরুপের অভিযোগ আনেন সেলেনা। সভাপতি সালদিভার সঙ্গে কথা-কাটাকাটিও হয়। তখনই সেলেনাকে লক্ষ্য করে গুলি চালান সালদিভা। এই গুলি তাঁর কাঁধে লাগে। তিনি পালাতে সক্ষম হলেও হোটেলের লবিতে আততায়ীর নাম জানিয়ে যান। কিন্তু পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান সেলেনা২০১৬ সালের ২২ জুন পাকিস্তানের করাচিতে গুলি করে হত্যা করা হয় কাওয়ালি গায়ক আমজাদ ফরিদ সাবরিকে। একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যাওয়ার পথেই খুন করা হয় ৪৫ বছর বয়সী সাবরিকে