শাকিরা। এএফপি
শাকিরা। এএফপি

হাসপাতাল থেকে ফিরেই মঞ্চে ঝড় তুললেন শাকিরা

গত সপ্তাহেই হঠাৎ অসুস্থতায় কনসার্ট স্থগিত করতে হয় শাকিরাকে। শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হন হাসপাতালে। সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরেছেন। গতকাল বুধবার রাতে পারফর্ম করেন নিজের দেশ কলম্বিয়ার বোগোতাতে। এএফপি অবলম্বনে জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে–

গত বছর মুক্তি পায় শাকিরার ১২তম স্টুডিও অ্যালবাম ‘ওমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’। সেই অ্যালবামেরই কনসার্ট ট্যুর শুরু করেছেন ৪৮ বছর বয়সী গায়িকা। এএফপি
বোগোতাতে এদিন মঞ্চে চেনা রূপে হাজির হন কলম্বিয়ার গায়িকা। নাচে-গানে রীতিমতো ঝড় তোলেন। এএফপি
১১ ফেব্রুয়ারি ব্রাজিল থেকে শাকিরা এই কনসার্ট ট্যুর শুরু করেছেন। এএফপি
এরপর পেরু হয়ে এসেছেন কলম্বিয়ায়। আজ রাতে পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হবে কলম্বিয়া পর্ব। এরপর চিলি, আর্জেন্টিনায় পারফর্ম করবেন। আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পারফর্মের মধ্য দিয়ে শেষ হবে ট্যুর। এএফপি